কলকাতা: পুজোর সময় যাবতীয় আনন্দ আয়োজন থাকে বাড়িতেই । শান্তিনিকেতন থেকে দিদি আসেন, পরিবারের বাকিরাও এসে জড়ো হয় । সকাল থেকে বাড়িতে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, এমনকি অঞ্জলি দেওয়ারও আয়োজন থাকে বাড়িতেই । দুর্গাপুজো তাঁর কাছে ঘরোয়া, পরিবারের সঙ্গে সময় কাটানোর সময়। কেমন কাটে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-র? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে পুজোর গল্প ভাগ করে নিলেন পরিচালক অভিনেতা ।
প্রতিবছরই বাড়িতে বন্ধু, আত্মীয় সমাগম হয়, তবে এইবছর বিশেষ করে মায়ের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে বাড়িতেই । শিবপ্রসাদ বলছেন, 'আমি খুব সকালে ঘুম থেকে উঠি । এইবছর একের পর এক ছবি মুক্তি নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। পুজোর পরে নতুন ছবির চিত্রনাট্যের কাজও চলছে । সকালে উঠে আমি একটু চিত্রনাট্যের কাজ নিয়ে বসি পুজোর দিনগুলোতেও । তারপরে একটু শরীরচর্চা । আর তারপর একেবারে পারিবারিক সময় । সকাল শুরু হয় লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে । দুপুরে খিচুড়ি । প্রচলন অনুযায়ী আমিষ খাওয়ার দিনে মেনুতে ইলিশ মাছ, পাঁঠার মাংস থাকে । এছাড়া সারাদিন বাড়িতে কখনও বেগুনি ভাজা হচ্ছে, কখনও আবার অন্য কিছু । সব মিলিয়ে পুজোয় খাওয়া দাওয়া মানেি নিয়ম ভাঙার গল্প ।'
আরও পড়ুন: Tollywood Update: শীতের শহরে নতুন থ্রিলার নিয়ে আসছেন খরাজ, জয়, সায়নীরা
পুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার অভ্যাস নেই শিবপ্রসাদের । পরিচালক বলছেন, 'আমাদের বাড়িতেই অঞ্জলি দেওয়া হয় । পুরোহিত মশাই এসে সমস্ত ব্যবস্থা করেন । পুজোর সময় একটা দিন ত্রিধারায় যাই কেবল । দেবাশীষদার সঙ্গে খুব ভালো সম্পর্ক । ওটাই আমার পাড়ার পুজো বলতে পারেন । এছাড়া সপ্তমীর দিন বাড়িতে একটা চণ্ডীপাঠের আয়োজন রয়েছে । ওটা নিয়েই সারাদিন কাটবে । মার যেন মনে হয়, পুজোটা বাড়িতেই হচ্ছে, এমন করে সমস্ত আয়োজন করা ।'
বাড়িতে রাধামাধবের প্রতিষ্ঠিত দেবতা রয়েছেন । তাই বাড়িতে নিত্য় পুজো হয় । জন্মাষ্টমী আর ঝুলনের পুজো খুব বড় করে আয়োজন করা হয় বাড়িতে । দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর দিনগুলোতেও বাড়িতে যাবতীয় আয়োজন করেন শিবপ্রসাদ ।
নবমীর দিনটা কাটে বন্ধুদের সঙ্গে । শিবপ্রসাদ বলছেন, 'বাড়িতে নবমীর দিন সমস্ত বন্ধুরা আসে। ওই দিনটা শুধু বন্ধুদের জন্যই । আর কেনাকাটা? হেসে উঠে পরিচালক বললেন, 'আমার কিছু কেনা হয়নি, তবে উপহার পেয়েছি প্রচুর । মাও দিয়েছেন, নন্দিতাদি, আমার শ্বশুরবাড়ি থেকেও দিয়েছেন।'
পুজো শেষ হলেই কাজ শুরু হয়ে যাবে পুরোদমে। বছরের শেষেই মুক্তি পাচ্ছে নতুন ছবি হামি ২ (Haami 2)। পুজোর সময় তাই আনন্দের পাশাপাশি অল্প কাজও ব্যস্ত থাকছেন শিবপ্রসাদ ।