কলকাতা: রাত পোহালেই বসবে তাঁর বিয়ের আসর। তার আগের রাতে দু'হাত রাঙা হয়ে উঠল মেহেন্দিতে। সবুজ ফ্লোরাল লেহঙ্গাতে সন্ধ্যের মূল আকর্ষণ তিনিই। পূজা বন্দ্যোপাধ্যায়( Puja Banerjee)। রাত পোহালেই কুণাল ভার্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে দেখা গেল হবু বরকেও।
আগামী ১৫ নভেম্বর, সোমবার সাত পাকে বাঁধা পড়ছেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)। কিন্তু এরপর করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। সীমিত সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সারতে চাননি পূজা। তাঁদের ইচ্ছা ছিল জাঁকজমক করে বিয়ে করার। সেই সখ পূরণ করতেই সপরিবারে গোয়ায় উড়ে গিয়েছেন পূজা। সঙ্গে রয়েছে তাঁর পরিবার, আত্মীয় ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও।
গোয়ার বাঙালি বিয়ের আসর, কুণাল-পূজার বিয়েতে হাজির ছেলে কৃশিব
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।'
অবশেষে অগ্নি সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। গোয়ায় বিয়ের আসর বসছে এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির থাকবে নতুন বর-কনের একরত্তি ছেলেও! কথা হচ্ছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মার।
রাত পোহালেই পূজার বিয়ে। তার ফাঁকে হাতে ম্যানিকিওরও সেরে ফেলেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে তার ঝলক। মা-বাবার বিয়েতে হাজির থাকবে ছোট্ট কৃশিবও। কাজ ছাড়া একরত্তিকে কাছ ছাড়া করতে চান না পূজা। তাঁর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই দেখা যায় কৃশিবের নানা দুষ্টুমি। মুম্বই ও কলকাতা ছাড়া এই প্রথম এক নতুন শহরে পাড়ি দিল কৃশিব।