কলকাতা: মুক্তি পেল দেব মিউজিক প্রযোজিত গান 'দুগ্গা মাঈকী জয়'। মহালয়ার পুন্য তিথিতে প্রকাশ পেল পুজো স্পেশাল গান। গানটি গেয়েছেন জিষ্ণু দাশগুপ্ত ও নীলাঞ্জনা দে। সঙ্গীত পরিচালনায় জিষ্ণু দাশগুপ্ত, গানটি লিখেছেন শান্তনু দে।
গানে ঢাকের তালে পা মেলাতে দেখা যাচ্ছে একগুচ্ছ তারকাকে। রয়েছেন কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, স্যান্ডি রং, তানিশি মুখোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, ধ্রুব সরকার, রাহুল মজুমদার, নন্দিনী দত্ত, অহনা দত্ত, দেবাংশু ভট্টাচার্য। মিউজিক ভিডিওটি পরিচালনা ও নৃত্য পরিচালনা করেছেন রাহুল ঘোষ। গানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা স্পষ্ট। সেই সঙ্গে দেদার মজা, হুল্লোড়, খুনসুটি তো রয়েইছে। পুজোর আমেজে তৈরি গানটি মুহূর্তে প্রশংসা পেয়েছে নেটিজেনদের।
প্রযোজনা সংস্থার তরফে গত ২ অক্টোবর তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা হয়েছিল গানের প্রথম পোস্টার। দু'টো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা ছিল, 'পুজো মানেই আনন্দ, পুজো মানেই নাচ - গান - হইচই...এবারের পুজোর ডান্স অ্যান্থেম "দুগ্গা মাঈকী জয়" আসছে খুব শীঘ্রই, তৈরি থাকুন।' প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয়, পুজোর এমন গান আগে বাংলা বিনোদন জগতে তৈরি হয়নি। তাঁদের আশা এবারের পুজোয় সাধারণ মানুষকে মাতিয়ে রাখবে 'দুগ্গা মাঈকী জয়'।