২০১০ সালে অভিষেক শর্মার ‘তেরে বিন লাদেন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জাফর। তিনি ‘ডিয়ার জিন্দেগি’, ‘চশমে বদ্দুর’, ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু ট্যুইটারে ইমরানের ভিডিও শোনার জন্য সবাইকে আহ্বান জানিয়ে রোষের মুখে পড়লেন এই অভিনেতা।