ভুবনেশ্বর: পুলওয়ামায় জঙ্গি হামলায় জীবন বলিদান দিয়েছেন সিআরপিএফ জওয়ান মনোজ কুমার বেহেরা। তাঁরই শেষকৃত্যে এক আত্মীয়কে ধাক্কা মেরে সরিয়ে দিলেন বারাবটি-কটকের বিধায়ক দেবাশিস সামন্তরায়। তাঁর ধাক্কায় কফিনের কাছে মনোজের ওই আত্মীয়র পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য ক্ষমা চেয়েছেন দেবাশিস। এই বিধায়ক সাংবাদিকদের বলেছেন, ‘আমি অনিচ্ছাকৃতভাবে যে কাজ করেছি, তার জন্য ক্ষমা চাইছি। শ্মশানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল। আমি শৃঙ্খলা রক্ষা করতে গিয়েছিলাম।’


শনিবার ওড়িশার কটক জেলার রতনপুর গ্রামে মনোজের শেষকৃত্য হয়। তার আগে সেখানে যান দেবাশিস। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী প্রতাপ জেনা এবং আরও দুই বিজেডি বিধায়কও সেখানে হাজির ছিলেন। তাঁদের সামনেই মনোজের আত্মীয়কে ধাক্কা মারেন দেবাশিস। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি। এই বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কংগ্রেসও। বিজেডি-র অবশ্য দাবি, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়।