কলকাতা: এই ছবি মুক্তির আগে থেকেই জড়াচ্ছে একের পর এক বিপত্তিতে। দায়ের হচ্ছে মামলাও। নাহ্.. এই সমস্যা সেন্সর বোর্ডে দৃশ্য কেটে দেওয়ার মতো সমস্যা নয়, ছবি ঘিরে কোনও জনরোষও নয়। এই সমস্ত সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী জনস্রোত, মানুষের উন্মাদনা অল্লু অর্জুন (Allu Arjun)-কে ঘিরে। এই ঘটনাগুলির মধ্যে একটি হল পাটনার ঘটনা। এই ছবির প্রচার করতে পাটনায় গিয়েছিলেন অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana)। সেই সময়ে তাঁদের দেখা জন্য জনতা উপচে পড়ে। বেশ কিছু মানুষ উঠে পড়ে পাশের ক্লাল্পচারে। ভিড় সামলাতে মৃদু লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এরপরের ঘটনা হায়দরাবাদের। সেখানে একটি ছবির প্রিমিয়ারে অল্লু অর্জুন পৌঁছতেই তাঁকে দেখার জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। আর সেই ভিড়ের মধ্যে পড়ে পদপৃষ্ট হয়ে মারা যান এক মহিলা। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের ছেলেও। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অল্লু অর্জুনের নামে মামলা দায়ের করা হয়েছে। আর এর পরের ঘটনা মুম্বইয়ের প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সিতে। 


কী ঘটেছে সেখানে? এখানে অল্লু অর্জুনের শো ঘিরে একটি আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার 'পুষ্পা ২' দেখতে এই প্রেক্ষাগৃহে অন্য সমস্ত প্রেক্ষাগৃহের মতোই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। ছবির মধ্যান্তরে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হলে ঢুকে কিছু একটা স্প্রে করেন। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে হলের মধ্যে। অনেকেরই দম বন্ধ হয়ে আসে। কেউ কেউ কাশতে শুরু করেন। কেউ কেউ শৌচাগারে গিয়ে বমিও করে ফেলেন। যাঁরা বাইরে ছিলেন, তাঁরাও হলে ফিরে এসে একটি তীব্র গন্ধ পান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় শো। কিছুক্ষণ বাদে ওই স্প্রের প্রভাব কমে আসে। এরপরে ফের চালু করা হয় শো। ওই স্প্রে কে এবংকী উদ্দেশে স্প্রে করেছিল তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলি। তবে এখনও পর্যন্ত কারও তেমন কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, প্রথম দিনেই উল্লেখযোগ্য ব্যবসা করে 'পুষ্পা ২'। ভেঙে দিয়েছে একাধিক ছবির রেকর্ড।


আরও পড়ুন: Abhishek-Aishwarya: জল্পনায় জল ঢাললেন অভিষেক-ঐশ্বর্য্য, পোশাকে রঙমিলান্তি, একসঙ্গে পোজ দিলেন ক্যামেরায়!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।