কলকাতা : ইতিমধ্যেই আল্লুর অনুরাগীরা অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে তার পরের ছবি 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa: The Rule), আর তারই মধ্যে এক বড় ঘটনা ঘটে গেল আল্লুর জীবনে। ছবি মুক্তির আগেই একটি সাহসী পদক্ষেপ করলেন আল্লু (Allu Arjun)। আর সেই পদক্ষেপে উত্তাল নেটপাড়া। কীভাবে এই সিদ্ধান্ত নিলেন আল্লু? জানা গিয়েছে একটি পান ও মদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। আর তাতেই নাকি লোকসান হয়েছে তাঁর।


সূত্রের খবর, সেই ব্র্যান্ডের চুক্তি ছিল 'পুষ্পা' ছবিতে আল্লু যতবার ধূমপান করবেন বা মদ্যপান করবেন কিংবা গুটখা খাবেন, ততবারই ছবির পর্দায় তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন ভেসে উঠবে। আর এই চুক্তির জন্য আল্লুকে ১০ কোটি টাকা দিতেও রাজি ছিল সেই ব্র্যান্ড। কিন্তু আল্লু হেলায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও অনেকবার বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী প্রচারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 'পুষ্পা: দ্য রাইজ'-এর বিশাল সাফল্যের পর একটি তামাক কোম্পানি তাকে টিভি বিজ্ঞাপনের (Brand Endorsement) জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিলেও অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু।


'পুষ্পা' ছবিতে অভিনয়ের পর থেকেই এনডোর্সমেন্ট মার্কেটে তার চাহিদা বেড়েছে। যে কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি রাজি হন ঠিকই, শুধুমাত্র তামাক, অ্যালকোহল এবং সারোগেসির বিজ্ঞাপনে আজ পর্যন্ত রাজি হননি আল্লু অর্জুন। তার এই সিদ্ধান্তে অনুরাগীরা অভিনেতার মূল্যবোধের দিকটির সন্ধান পেয়েছেন। শুধু আর্থিক লাভ নয়, বরং সামাজিক উন্নতির কথাও চিন্তা করেন আল্লু।


দর্শক অপেক্ষায় বহু দিন ধরে। কবে ফের প্রেক্ষাগৃহে হাজির হবেন পুষ্পা (Pushpa)? জোরকদমে চলছিল সুকুমার (Sukumar) পরিচালিত অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule)। কিন্তু ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে স্থগিত করা হয়েছে ছবির শ্যুটিং। তার বদলে নতুন শিডিউল দেওয়া হয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সূত্রের খবর, শ্যুটিংয়ের সময় প্রবল পিঠের ব্যথায় কাবু হয়েছেন পর্দার পুষ্পা। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই সমস্যা হয়েছে তাঁর। যদিও তিনি সেভাবেই শ্যুটিং চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পরিচালক সুকুমার সিদ্ধান্ত নিয়েছেন বিরতি নেওয়ার যাতে অল্লু অর্জুনের স্বাস্থ্যে কোনও গুরুতর প্রভাব না পড়ে।


আরও পড়ুন: The Railway Men: ফেলে রাখা জিনিস দিয়েই তৈরি হয়েছিল সেট, কীভাবে ইতিহাস তৈরি করল 'দ্য রেলওয়ে মেন'?