কলকাতা: ১৮ নভেম্বর নেটফ্লিক্সে (Netfilx) মুক্তি পেয়েছিল 'দ্য রেলওয়ে মেন' (The Railway Men)। বহুলচর্চিত এই সিরিজে অভিনয় করেছিলেন আর মাধবন (R Madhvan), কে কে মেনন (K K Menon) ,দিব্যেন্দু শর্মা, জুহি চাওলা, দিব্যেন্দু ভট্টাচারিয়ার মত তাবড় অভিনেতারা। ছিলেন ইরফান খানের (Infan Khan) ছেলে বাবিলও (Babil)। প্রত্যেকের অভিনয় থেকে শুরু করে গল্পের বুনন, চিত্রনাট্য সবই প্রশংসিত হয়েছিল সিনেমহলে। বিশেষত 'কালা'র পর এই সিরিজে বাবিলের অভিনয় মন ছুঁয়েছে আপমর দর্শক ও সমালোচকের। আর এবার এই সিরিজ নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর।
সূত্রের খবর অনুযায়ী, এই সিরিজের সেট তৈরিতে নষ্ট হয়নি ন্যূনতম জিনিসও। বরং ফেলে রাখা ১৯,৩১১ কেজির জিনিস এই সিরিজে পুনর্ব্যবহার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। মাত্র ৪১৭.৭ কেজির বর্জ্য শ্য়ুটিং-এর পর পৌরসভাকে হস্তান্তর করা হয়েছিল। এখানেই শেষ নয়, টিম 'দ্য রেলওয়ে মেন' ৭ হাজার কেজি অতিরিক্ত খাবারও দরিদ্রদের দান করেছিল বলে খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, ছবির তৈরির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর জিনিসের অপব্যবহার হয়, এমনকি অনেককিছু নষ্টও হয়। ফলে এক্ষেত্রে যে এই সিরিজ দৃষ্টান্ত তৈরি করেছে একথা বলাই যায়।
আরও পড়ুন...
একসময় অবসর পেতেন না চুল-দাড়ি কাটারও, গান ছাড়া, ক্যামেরার কাজেও দক্ষ অরিজিৎ!
উল্লেখ্য়, ১৯৮৪ সালের ভোপাল গ্য়াস ট্র্যাজেডির ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'দ্য রেলওয়ে মেন'। কঠিন সময় নার্ভ শক্ত রেখে কীভাবে রেলের কর্মীরা সঠিক সিদ্ধান্ত নিয়ে, সাহস ও বীরত্বের পরিচয় গিয়েছিলেন, সেই গল্পই উঠে এসেছে এই সিরিজে। চারটি এপিসোডের টানটান রোমহর্ষক কাহিনি মন জয় করে নিয়েছে সিনেপ্রেমীদের। তাই সিরিজ মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসার বন্য়া বয়ে গেছে।
'দ্য রেলওয়ে মেন' প্রযোজনা করেছে যশরাজ এন্টারটেইনমেন্ট। এই সংস্থার এক্সিকিউটিভ প্রযোজক যোগেন্দ্র মোগ্রে বলেন,'এই ধরণের কাজ করতে পেরে আমরা আপ্লুত। এই সিরিজ সারা বিশ্বের মানুষ পছন্দ করেছে। আর সবথেকে বড় কথা দায়িত্বশীল নাগরিকের মত সম্পূর্ণভাবে পরিবেশকে রক্ষা করে তৈরি হয়েছে এই প্রোজেক্ট। ফলে আমাদের সংস্থা স্ক্র্যাপ ম্যানেজমেন্টকে টিমকে ধন্য়বাদ জানাচ্ছে এই প্রয়াসকে সফল করার জন্য।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।