মুম্বই: 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। বক্স অফিসে কার্যত সুনামী তৈরি করা এই ছবির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। গত বছরের শেষের দিকে মুক্তি পায় আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবি। জনপ্রিয়তার শিখরে পৌঁছন এই ছবিকে ঘিরে উন্মাদনা নজরে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আজও দর্শকদের মুখে মুখে ফেরে এই ছবির গান থেকে ডায়লগ কিংবা ডান্স স্টেপ। প্রথম ছবির বিপুল জনপ্রিয়তার পর দর্শকদের একটাই বক্তব্য ছিল কবে মুক্তি পাবে এই ছবির পরবর্তী ভাগ। অবশেষে তা জানা গেল।


'পুষ্পা- দ্য রুল' ছবির মুক্তির দিন প্রকাশ্যে-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই 'পুষ্পা' ছবির সিক্যুয়েল (Pushpa The Rule) নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রুল'। আবার কোথাও দাবি করা হচ্ছে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি। আবার কোনও সূত্রে দাবি করা হচ্ছে, পরিচালক সুকুমারের এই ছবির দ্বিতীয় ভাগের স্ক্রিপ্ট তৈরিতে কিছুটা বেশি সময় লেগেছে। তাই মুক্তি পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। 


আরও পড়ুন - Dhanush: মাদুরাইয়ের ওই দম্পতিকে বাবা-মা মানতে নারাজ ধনুশ, নিলেন পদক্ষেপ


প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে সামান্থা রুথ প্রভুর (Samanth Ruth Prabhu) 'ও অন্তাভা' (Oo Antava) গানটি সাড়া ফেলে প্রবল পরিমাণে। আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দান্না (Rashmika Mandanna) অভিনীত ছবির অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায় এই ছবি। তবে সামান্থার অনুরাগীদের জন্য বিশেষ সুখবর পাওয়া যাচ্ছে না। সূত্রের খবর, 'পুষ্পা ২' (Pushpa: The Rule) ছবিতে সামান্থার দেখা মিলবে না। জাতীয় স্তরের বিনোদন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে (Disha Patani) নিয়ে আসা হবে সামান্থার জায়গায়। দিশা, যিনি 'পুষ্পা'র জন্য আইটেম গানে পারফর্ম করার অফার বাতিল করেছিলেন বলে জানা যায়, ছবির দ্বিতীয় কিস্তিতে তিনিই নাকি আইটেম গানে থাকবেন। বলা হচ্ছে 'পুষ্পা ২'-এ এই পরিবর্তন আনার সিদ্ধান্ত পরিচালক সুকুমারের। 'ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড'-এ একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, সামান্থা সম্প্রতি বলেছিলেন যে তিনি 'পুষ্পা: দ্য রাইজ'-এর আইটেম গানের জন্য যে ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত।