কলকাতা: যে কোনও ভাষার গানেই ছিল তাঁর অবাধ যাতায়াত। তাঁর সুরে, গানে মুগ্ধ দর্শকেরা। আজ জন্মদিন সেই কিংবদন্তি সঙ্গীতশিল্পী আর ডি বর্মণের (R.D Barman)-এর। জন্মদিনে এই কিংবদন্তিকে নিয়ে জেনে নেওয়া যাক, কিছু অজানা গল্প।
সঙ্গীতের পাশাপাশি, আর ডি বর্মন ব্যক্তিগত জীবনেও ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন অসম সাহসী। ভয় পেতেন না কিছুই। শোনা যায়, একবার 'গোপালপুর অ্যাট সি'-তে ঘুরতে গিয়েছিলেন তিনি। সমুদ্রে ডুব দিতেই আর ডি বর্মণ বুঝতে পারেন, তাঁর পায়ে একটি সাপ জড়িয়ে গিয়েছে। অন্য কেউ হলে ভয় পেয়ে যেতেন সেই সময়ে। কিন্তু সেই মুহূর্তে বুদ্ধি হারাননি সঙ্গীতশিল্পী। নিজের হাতেই, তিনি আলতো করে পা থেকে ছাড়িয়ে দিয়েছিলেন সাপটাকে। শোনা যায়, একমাত্র বাড়ির দেওয়ালে ঘোরা টিকটিকি ছাড়া, আর কিছুতেই নাকি ভয় পেতেন না আর ডি বর্মণ।
সুর যেন জড়িয়ে জড়িয়ে রাখত তাঁকে, ছাড়ত না কখনোই। শোনা যায়, সাঁতার কাটা আর মাউথ অরগ্যান বাজানো, দুইই সমান ভালবাসতেন আর ডি বর্মণ। কলকাতার একটি বিখ্যাত ক্লাবে নাকি তিনি হামেশাই আসতেন এবং জলে ফ্লোটিং করতে করতে মাউথ অরগ্যান বাজাতেন। এটিই ছিল তাঁর অন্যতম প্রিয় কাজ।
১৯৬৫ সালে মুক্তি পায় 'ভূত বাংলা' (Bhoot Bungla) ছবিটি। এই ছবিতেই ব্যবহার করা হয়েছিল 'জাগো শোনে ওয়ালো' (Jaago Soole Waalo) গানটি। গানটি তৈরি করেছিলেন আর ডি বর্মণ স্বয়ং। কিন্তু এই ছবি মুক্তির আগেই, এই গান শুনে ফেলেছিল এক খুদে। সেই সময়ে আর ডি বর্মণ যে বাড়িতে থাকতেন, সেই বাড়ির আমবাগানে আম চুরি করতে গিয়েছিল এক কিশোর। তাকে ধরে ফেলেন আর ডি বর্মণ। এরপরে, ধরে, তারে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে, বসিয়ে এই সুর শোনান তিনি। পরবর্তীতে সেই সুরেই বেঁধে ফেলেছিলেন 'জাগো শোনে ওয়ালো' গানটি।
অনেকেই জানেন না, গানের পাশাপাশি, ৩টি ছবিতে অভিনয়ও করেছিলেন 'পঞ্চম'। 'ভূত বাংলা', 'পেয়ার কা মৌসম' ও বাংলা ছবি 'গায়ক'-এ অভিনয় করেছিলেন পঞ্চম। এরপরে, তাঁর অভিনয় করার কথা ছিল 'পড়োশন' ছবিতে। কিন্তু সেই সময়ে তাঁর বাবা বলেন, গান তৈরি বা অভিনয়, যে কোনও একটা বেছে নিতে হবে তাঁকে। দুইই একসঙ্গে চলতে পারে না। সেই সময়েই গানকে বেছে নেন আর ডি বর্মণ।
আরও পড়ুন: Kalki 2898 AD: মুক্তি পেল প্রভাস-দীপিকার 'কল্কি', হিট না ফ্লপ, কেমন হল প্রথম দিনের আয়?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।