কলকাতা: আজ মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'(Kalki 2898 AD)। প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও কমল হাসান (Kamal Haasan) অভিনীত এই ছবি। গোটা বিশ্বে এই ছবিটি মুক্তি পেয়েছে আজই। আর প্রথম দিনই, কত ব্যবসা করল এই ছবি?
ভারতীয় পুরাণভিত্তিক এই ছবির প্রথম দিনের আয় ১২০ থেকে ১৪০ কোটি। তবে এই আয় কেবলমাত্র ভারতে। গোটা বিশ্বেই মুক্তি পেয়েছে এই ছবি। প্রত্যাশা করা যায়, প্রথম সপ্তাহেই এই ছবির আয় ছুঁয়ে ফেলবে ৫০০ কোটি। এই ছবির গল্প, দীপিকা পাড়ুকোনের চরিত্রের গর্ভজাত সন্তানকে ঘিরে, যে কল্কি। ভগবান বিষ্ণুর অবতার। সেই সন্তানের প্রাণনাশ করার জন্যই লড়াই শুভ আর অশুভর। এই ছবির উপার্জনের দিকে নজর রাখলে দেখা যায়, বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে মুক্তির পরেই কোনও ছবি এই লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি।
এই ছবিতে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)-র কথা ঘোষণা করা হয়েছিল আগেই। ট্রেলারই স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর চরিত্রায়ন। নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শাশ্বত। অন্যদিকে প্রভাসের চরিত্র থেকে মনে পড়ে যেতে পারে ব্র্যাড পিট (Brad Pitt) অভিনীত ট্রয় (Troy) ছবির একিইলিস চরিত্রকে। যে কখনও কোনও যুদ্ধ হারেনি। রাজাকে সে সম্মান করে, মেনে চলে কিন্তু তার নিজস্ব জীবন, মতামত রয়েছে। প্রভাসে চরিত্রটা তেমনই। ছবির গল্প আবর্তিত হবে, অন্তঃসত্ত্বা দীপিকাকে, প্রভাস, শাশ্বতদের থেকে রক্ষা করছেন অমিতাভ, এই ঘটনাকে কেন্দ্র করেই। অশ্বথামার চরিত্রে অমিতাভ নজর কেড়েছেন। তবে নিখুঁত রূপটানে চেনাই দায় কমল হাসানকে।
আজ এই ছবিকে ঘিরে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া এসেছে, অধিকাংশই খুব ভাল। উচ্ছ্বসিত হয়েছেন প্রভাস ও দীপিকার অনুরাগীরাও। ছবির উপার্জনের হার এভাবেই বজায় থাকবে কি না, সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Akshay Kumar: ভারতে সুপার ফ্লপ, কিন্তু পাকিস্তানে চূড়ান্ত সাফল্য অক্ষয় কুমারের এই সিনেমা!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।