কলকাতা: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এফটিআইআই) সভাপতি এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আর মাধবন (R Madhavan)। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেছেন,'অভিনেতা আর মাধবনের অভিজ্ঞতা ও মূল্য়বোধ এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে এবং ইতিবাচক পরিবর্তন আনবে।' নতুন এই ভূমিকায় উত্তীর্ণ হওয়ার জন্য় অভিনেতাকে শুভকামনাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
উল্লেখ্য, অভিনেতা হওয়ার পাশাপাশি আর মাধবন একজন লেখক, পরিচালক এবং প্রযোজক। ২০০০ সালে মণি রত্নমের 'আলাই পাউথেয়'-এর মাধ্যমে তিনি তামিল ছবিতে খ্যাতি অর্জন করেন। তিনি চারটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং তিনটি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন।
আরও পড়ুন...
কোমলতা বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করতে সাহায্য় করে দুধ, রয়েছে আরও একাধিক উপকার
প্রসঙ্গত, এফটিআইআই ভারতের একটি প্রিমিয়ার ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট। ১৯৬০ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। ইনস্টিটিউট ফিল্ম, টেলিভিশন এবং অ্যানিমেশনের বিভিন্ন কোর্স করানো হয়। এফটিআইআই-এর শেষ সভাপতি ছিলেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। অভিনেতা অনুপম খেরও এক বছর সভাপতির দায়িত্ব পালন করেন।
মাধবন অভিনীত 'রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট' ভূয়সী প্রশংসা লাভ করে দর্শক ও সমালোচকদের। এই ছবি ভারতীয় রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের বায়োপিক। শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।
উল্লেখ্য়, কিছুদিন পরেই এক পর্দায় দেখা যাবে 'সিঙ্ঘম' (Singham) অজয় দেবগণ (Ajay Devgn) ও 'থ্রি ইডিয়টস' (3 Idiots) অভিনেতা আর. মাধবনকে (R Madhavan)। আগামী সুপারন্যাচরাল থ্রিলার (supernatural thriller) ঘরানার ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবির নাম এখনও স্থির হয়নি। ছবির পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ক্যুইন' পরিচালক বিকাশ বহেল। ছবিটি আপাতত প্রি-প্রোডাকশন পর্যায়ে আছে।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarash) নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা করে লিখেছিলেন, 'আর মাধবন যোগ দিলেন অজয় দেবগণের সঙ্গে সুপারন্যাচরাল থ্রিলারের জন্য... আর মাধবন এই প্রথম অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন প্যানোরামা স্টুডিওজের সুপারন্যাচরাল থ্রিলারে, যার পরিচালক বিকাশ বহেল... ছবিটির - এখনও নাম স্থির হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন