নয়াদিল্লি: একজন অভিনয় জগতে অন্যতম সেরার দলে পড়েন। অপরজন লেখক, যাঁর প্রত্যেকটি বই প্রায় 'বেস্ট সেলার'-এর তকমা পায়। ট্যুইটারে হঠাৎ কথোপকথন চালু দুই তারকার। শুরু কথা কাটাকাটিও? অভিনেতা আর. মাধবন (R Madhavan) ও লেখক চেতন ভগত (Chetan Bhagat)। কিন্তু হঠাৎ ঝগড়া কেন? অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর হিট ছবি 'থ্রি ইডিয়টস' (3 Idiots) চেতন ভগতের 'ফাইভ পয়েন্ট সামওয়ান'-এর (Five Point Someone) থেকে বেশি ভাল। প্রসঙ্গত এই বইয়ের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে ছবিটি। 


তবে সত্যিই কি তাঁরা এভাবে প্রকাশ্যে ঝগড়া করেন? আজ্ঞে না। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'ডিকাপলড' (Decoupled)। সেই সিরিজেরই প্রোমোশনের কারণে এমন ছদ্ম-ঝগড়ায় জড়িয়েছেন দু'জন। 


সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে জনপ্রিয় তারকা লেখক চেতন ভগতের চরিত্রেই অভিনয় করেছেন চেতন। অন্যদিকে সেই সিরিজে অপর এক লেখকের চরিত্রে দেখা যায় মাধবনকে। সেখানে ভারতের প্রথম 'বেস্ট সেলিং' লেখক হিসেবে চেতন ভগত ও তাঁর পরের স্থানেই দেখানো হয়েছে মাধবনের চরিত্রটিকে।


ট্যুইটারে 'ঝগড়া' শুরু নেটফ্লিক্সের একটি পোস্ট দিয়ে। ওটিটি প্ল্যাটফর্মের অফিসিয়াল হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয় যেখানে লেখা ছিল, 'এটা ঠিক করে নেওয়া যাক। বই বড় না সিনেমা?' এর উত্তরে চেতন ভগত লেখেন, 'আমার বই এবং তার ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা।'


 






 


চেতন ভগতের এই ট্যুইটের উত্তরে মাধবন তাঁকে সম্বোধন করে লেখেন, 'চেতন... আমি বলব ছবি আগে তারপর বই।' তাতে পাল্টা চেতনের দাবি, 'কাউকে কখনও বলতে শুনেছ যে বইয়ের থেকে সিনেমা বেশি ভাল?' এমন প্রশ্নের জবাব না দিয়ে অভিনেতাই বা ছেড়ে দেবেন কেন? তিনিও বলে বসেন, 'হ্যাঁ! 'থ্রি ইডিয়টস'।' সঙ্গে হাসির ইমোজি দিতেও ভোলেননি অভিনেতা। 


আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-এ রেশমি দেশাইয়ের সঙ্গে ঝামেলা, দেবলীনা ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন ভাই


২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি 'থ্রি ইডিয়টস'। ট্যুইটে তাঁদের কথপোকথন চলতেই থাকে। তবে তাঁদের এই নকল ঝগড়া বেশ উপভোগ করেছেন নেটিজেনরা।