কলকাতা: তিনি ভালোবাসেন সম্পর্কের গল্প বলতে। পর্দায় সম্পর্কের সমীকরণ বুনতে তিনি সিদ্ধহস্ত। কথা বলছি পরিচালক রাজর্ষি দে'র। তিনি আবারও ফিরছেন নতুন গল্প 'মায়া' নিয়ে। ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি রাজর্ষি দের ছবি ‘মায়া’র হাত ধরে এপার বাংলায় ডেবিউ করতে চলেছেন মিথিলা রশিদ। মিথিলা ছাড়াও এই ছবিতে রয়েছেন টলি পাড়ার একঝাঁক নক্ষত্র।  যাঁর মধ্য়ে অন্য়তম দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্য়ায়, কণীনিকা বন্দ্য়োপাধ্য়ায়, অনিন্দ্য়, সায়ন্তনী গুহঠাকুরতা, গৌরব, রিচা শর্মা, সুদীপ্ত বন্দ্য়োপাধ্য়ায়, রণিতা। 


ছবির বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক বললেন, এই গল্পে কয়েকটি মহিলা চরিত্র এমন আছে, যাঁরা আসলে অন্য়ায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, কিন্তু পারে না। তবে দেবলীনা কুমারের চরিত্রটা বেশ ইন্টারেস্টরিং। তিনি অভিনয় করেছেন ফিল্মমেকার হিসেবে। 


‘মায়া’তে মিথিলার লুক নিয়ে ইতিমধ্য়েই শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে পরিচালক জানালেন, নিজের পরিচয় লুকোতেই এই রকম মায়াকে এই রকম বেশ ধারণ করতে হয়। পুরো ছবিতে মোট তিনটি লুকে দেখা যাবে মিথিলাকে। কথায় কথায় পরিচালক জানালেন, তিনি মিথিলার অভিনয় আগেও দেখেছেন, সেখান থেকেই তাঁর মনে হয়েছে, এই চরিত্রের জন্য় মিথিলাই যথাযথ। তবে প্রথম ফোনটা তিনি সৃজিত মুখোপাধ্য়ায়কেই করেন। পরিচালক আরও জানান,এই ছবির অডিও বুক শুনেই চরিত্রের জন্য় হ্য়াঁ বলে দেন মিথিলা।


মিথিলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে রাজর্ষি দে জানান, লকডাউনের জন্য় শ্য়ুটিং-এর কাজ ব্য়হত হচ্ছিল, তবে বিশেষ অনুমতি করিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসে শ্য়ুটিং-এর কাজ সম্পূর্ণ করেন মিথিলা। 


অন্য়দিকে এতজন শিল্পীকে নিয়ে কাজ করার প্রসঙ্গে পরিচালক জানালেন, এই কৃতিত্ব তাঁর পুরো টিমের। তবে একসঙ্গে এতজন শিল্পীকে একটা সিনেমা দেখতে পাওয়া দর্শকের কাছেও অন্য়তম সেরা পাওয়া হবে বলে বিশ্বাসী পরিচালক। কোথায় কোথায় ছবির শ্য়ুটিং হয়েছে, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পরিচালক জানান, মূলত বালি,টিটাগড়,আগড়পাড়া,রাজারহাট,ইকোপার্ক,লেকগার্ডেন্সর মত কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন লোকেশানে ছবির শ্য়ুটিং হয়েছে।


পাশাপাশি হল খুলে যাওয়ার পর দর্শক এখন সিনেমাহলে গিয়ে সিনেমা উপভোগ করবেন বলেও আশাবাদী পরিচালক রাজর্ষি দে।