কলকাতা: তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। টলিউডে নিজের জায়গাও তৈরি করে ফেলেছেন তিনি। তবে জানেন কী, অভিনেত্রী রাশি খান্না (Raashi Khanna)-র লক্ষ্য ছিল না অভিনয়, তিনি চেয়েছিলেন IAS অফিসার হতে! The Southern Rising Summit 2024-এ রাশি খান্না বললেন, নিতান্ত হুজুগে পড়েই অডিশন দিতে এসেছিলেন তিনি, সেখান থেকেই বদলে যায় তাঁর ভাগ্য।
হিন্দি সিনেমা 'মাদ্রাজ ক্যাফে' থেকেই শুরু রাশির উত্থান। এরপরে রাশি কাজ করেছেন একাধিক হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে। তবে খুবই মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রাশির কোনোদিন পরিকল্পনা ছিল না সিনেমায় আসার। ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন রাশি। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন রাশি। এৎপরে তাঁর পড়াশোনা শুরু করার কথা ছিল IAS হওয়ার লক্ষ্যে। সাধারণ পরিবারে বড় হওয়ার জন্য, সিনেমার কথা কখনও ভাবেননি। পড়াশোনাকে ভিত্তি করেই পেশা তৈরি করতে চেয়েছিলেন রাশি।
রাশির জন্ম দিল্লিতে, লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। দিল্লির সেন্ট মার্কস সিনিয়র সেকেন্ডারি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন রাশি। নিজের কেরিয়ারের একেবারে শুরুর দিকে, সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন রাশি। পরবর্তীতে, যেহেতু তিনি পড়াশোনায় খুব ভাল ছিলেন, ভেবেছিলেন IAS হওয়ার লক্ষ্যেই পড়াশোনা করবেন। কিন্তু তাঁর কপালে লেখা ছিল অন্য কিছুই। সেই সময়ে 'মাদ্রাজ ক্যাফে' (Madras Cafe) সিনেমাটির অডিশন চলছিল। কিছু না ভেবেই, এক বন্ধুর সঙ্গে রাশি সেখানে চলে যান অডিশন দিতে। আর সেখানেই বদলে যায় ভাগ্যের ফের। ছবির জন্য মনোনীত হয়ে যান রাশি। এরপরে তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবির অফার আসতে থাকে তাঁর কাছে।
'মাদ্রাজ ক্যাফে' সিনেমাটিতে তাঁর চরিত্র ছোট হলেও প্রভাব বিস্তার করেছিল। যথেষ্ট প্রশংসিত হন তিনি এই ছবিটি করেই। আর এই ছবির হাত ধরেই তিনি প্রথম অফার পান মুখ্যচরিত্রে অভিনয়ের।
আরও পড়ুন: Vidya Balan: বিদ্যা ওজন ঝরিয়েছেন এভাবেই, কী এই 'নো-র' ডায়েট?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।