কলকাতা: জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'অমর সঙ্গী' (Amar Sangi)। আর সেই ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন শ্যামৌপ্তি মুদলি ও নীল ভট্টাচার্য্য। ধারাবাহিকের সম্প্রচারে সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে এসেছিলেন শ্যামৌপ্তি আর নীল। আর সেখানেই শেয়ার করে নিলেন ব্যক্তিগত জীবনের কথাও। এই প্রথম একসঙ্গে কাজ করছেন নীল ও শ্যামৌপ্তি। ছোটপর্দায় এই প্রথম একসঙ্গে জুটি তাঁদের।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। সেটে, ক্যামেরা বন্ধ হলে কেমন থাকেন শ্যামৌপ্তি আর নীল? নায়িকা বলছেন, 'নীল আমাদের সেটের পুরো জেনারেটার। সবাই সকালবেলা সেটে ঢুকলে মৃদুস্বরে সুপ্রভাত বলি সবাই সবাইকে। নীল সেটে এসেই বলে, 'হাই... কী খবর.. কী ব্যাপার...' একটা মানুষের এনার্জি যে এতটা বেশি কীভাবে হতে পারে, সেটা নীলের থেকে শেখার। এইরকমই থাকা উচিত।' মজা করে নীল বলেন, 'টেনশন তো আমি বাড়িতে রেখে আসি'। নীলের এই উত্তরে সবাই হেসে ওঠেন। সবাই বোঝেন, নীল মজা করে স্ত্রী তৃণার কথা বলছেন এখানে।
অন্যদিকে নীল শ্যামৌপ্তি সম্পর্কে বলেন, 'খুব ভালভাবে সবার সঙ্গে মিশে যেতে পারে শ্যামৌপ্তি। মনেই হয় না আমরা একসঙ্গে এর আগে কাজ করিনি। মনে হচ্ছে কতদিনের চেনা।' শ্যামৌপ্তি এমনিতে শান্ত স্বভাবেরই। নীলের কথা শুনে মিষ্টি হাসেন তিনি। কিন্তু গল্প তৈরি হয় অন্য জায়গায়। যখন রচনা বন্দ্যোপাধ্যায় শ্যামৌপ্তিকে উদ্দেশ্য করে বলেন, 'তোমার কোন গোপনে মন ভেসেছে আমরা সবাই জানি'। শুনেই লজ্জায় রাঙা শ্যামৌপ্তি। নীলকে দেখিয়ে বললেন, 'আমার মন আপাতত রাজের দিকে'
কেন 'কোন গোপনে মন ভেসেছে'-র কথা রচনা বললেন শ্যামৌপ্তিকে? আসলে এই নামেরই এক ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। সদ্য তাঁর সঙ্গে তুঙ্গে উঠেছে শ্যামৌপ্তির প্রেমচর্চা। দুজনে মিলে একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করতেন। শোনা যায়, তখন থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে নিজেদের প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেননি তাঁরা। কেবল রণজয় বিষ্ণুর সঙ্গে সম্প্রতি লাদাখে একটি ফটোশ্যুট করতে গিয়েছিলেন শ্যামৌপ্তি।
আরও পড়ুন: Gaurav Chakrabarty: বাংলা মূলধারার ছবিতে আরও অভিনয় করতে চাই: গৌরব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।