নয়াদিল্লি: নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছে। দিল্লি প্রিমিয়ার লিগ (Delhi Premier League 2024)। আর সেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচেই ব্যাট হাতে রান পেলেন ঋষভ পন্থ। অরুণ জেটলি স্টেডিয়ামে পুরানি দিল্লি সিক্স হলের হয়ে খেলতে নেমেছিলেন পন্থ। তাদের প্রতিপক্ষ ছিল সাউথ দিল্লি সুপারস্টারস। সেই ম্য়াচেই ৩২ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন পন্থ। ম্য়াচ যদিও জিততে পারেনি পুরানি দিল্লি সিক্স। তবে ম্য়াচের আগে রাজকীয় সংবর্ধনা পেলেন ভারতীয় দলের তরুণ উইকেট কিপার ব্যাটার। 


টুর্নামেন্টের প্রথম ম্য়াচটি আয়োজিত হয়েছিল শনিবার। সেই ম্য়াচেই পন্থের দলকে ৩ উইকেটে হারিয়ে দেয় সাউথ দিল্লি সুপারস্টারস। ম্য়াচে পন্থ ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। খেলার আগে পন্থকে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি ও বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লর তরফে পন্থকে সংবর্ধনা দেওয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য় সম্মানিত করা হয় পন্থকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ইনিংসে মোট ১৭১ রান করেছেন। ২৪.৪২ গড়ে রান রান করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪২। টুর্নমেন্টে ১৩টি ক্যাচ নিয়েছিলেন তিনি। এছাড়াও ১৪টি স্ট্যাম্পিং করেছেন। যা উইকেট কিপারদের মধ্যে সর্বাধিক। 


 



টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার ভারতীয় দল জয় ছিনিয়ে নিয়েছে। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির পর ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। দলের প্রধান উইকেট কিপার ব্যাটার ছিলেন পন্থই।