মুম্বই : গত বছর 'রাধে শ্যাম' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। বাহুবলীখ্যাত প্রভাস এবং বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের লাল পোস্টার সোশ্যাল মিডিয়ায় যেন লাল রঙের ঝড় বইয়ে দিয়েছিল। কয়েক মিলিয়ন শেয়ার হয় ছবির পোস্টারটি। তখন থেকেই ছবির নির্মাতাদের থেকে বার বার শোনা গিয়েছিল যে 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২১ এর ৩০ জুলাই। কিন্তু, করোনা পরিস্থিতির জন্যই 'রাধে শ্যাম' ছবির রিলিজ ডেট পিছিয়ে গেল। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই জানালেন প্রভাস। পাশপাশি, 'রাধে শ্যাম' ছবির নতুন একটা পোস্টারও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, কবে রিলিজ করতে চলেছে 'রাধে শ্যাম'।
নতুন পোস্টার পোস্ট করে প্রভাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার রোম্যান্টিক ফিল্মের রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না। যদিও আরও কিছুদিন সবাইকে অপেক্ষাই করতে হবে। কারণ, 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২২-এর ১৪ জানুয়ারি।' প্রভাসের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রভাসের ভক্তদেরও মনখারাপ। পোস্ট অনুযায়ী, এখনও প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে 'রাধে শ্যাম'-এর জন্য! তাঁরা আশায় ছিলেন, যদি জুলাইয়ের ডেট পিছিয়েও যায়, তাহলেও যেন এই বছরের কোনও এক সময় ছবিটি রিলিজ করবে। কিন্তু, সেটা যে পিছিয়ে গিয়ে পরের বছর হয়ে যাবে, ভাবতে পারেননি কেউই। তাই প্রভাসের ভক্তদের মধ্যে অনেকেই একটু আশাহত হয়েছেন।
প্রসঙ্গত, প্রভাস এবং পূজা হেগড়েকে এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে 'রাধে শ্যাম' ছবির সৌজন্যেই। এই ছবিতে প্রভাস এবং পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করছেন মুরলী শর্মা, সচিন খেদকর, প্রিয়দর্শী, সাসা ছেত্রী এবং কুণাল রায় কাপুরের মতো তারকারা। ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার। ছবিটির প্রযোজক ইউভি ক্রিয়েশনস। 'রাধে শ্যাম' শুধু হিন্দিতেই রিলিজ করছে না। এছাড়াও তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষাতেও ছবিটা রিলিজ করবে প্রভাসের নতুন ছবি।