মদের চোরাচালানকারীর ছবি ‘রইস’ হিট! মদ ছাড়াই হবে সাকসেস পার্টি
ABP Ananda, Web Desk | 29 Jan 2017 04:37 PM (IST)
মুম্বই: ‘রইস’ মদের চোরাচালানকারীর গল্প হলেও তার সাকসেস পার্টিতে মদের নামগন্ধও থাকছে না। সোমবার মুম্বইতে হবে এই পার্টি। শাহরুখ খান তো থাকবেনই, থাকবে গোটা ‘রইস’ টিম। কিন্তু দিনটি মহাত্মা গাঁধীর তিরোধান দিবস হওয়ায় ড্রাই ডে। ফলে পার্টিতে মদ বা হার্ড ড্রিংকস থাকবে না। ২৫ তারিখ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হিট হওয়ার পথে হেঁটেছে ‘রইস’। শাহরুখ- নওয়াজউদ্দিন সিদ্দিকির লড়াই সকলের চোখ টেনেছে। একইভাবে নজর কেড়েছে সানি লিওনের লায়লা মুজরা। ছবির ডায়ালগ তো ঘুরছে মুখে মুখে। শোনা যাচ্ছে, প্রথম ক’দিনেই ৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ছবিটি।