শাহরুখ ভাডোদারা স্টেশনে ট্রেন থেকে না নেমে লাউড স্পিকারের মাধ্যমে ভক্তদের কাছে আর্জি রাখেন, তাঁরা যেন তাঁর ছবিটি দেখতে অবশ্যই হলে যান। সেসময় শাহরুখকে দেখে আপ্লুত জনতা তাঁকে ছোয়ার চেষ্টা করেন। আর ভিড়ের মধ্যে মানুষের পায়ের চাপে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির, আহত বহু। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মূত্যুর ঘটনায় শোক প্রকাশ করে, মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহরুখ।
অভিনব মার্কেটিং কায়দার জন্যে খ্যাত শাহরুখ সোমবার ট্রেনে করে দিল্লি যান 'রইস'-এর প্রচার সারতে। পথে মোট সাতটি স্টেশনে তাঁর ট্রেন থামে। সুরাটে পৌঁছে শাহরুখ টুইট করেন, ধন্যবাদ সুরাট, ধন্যবাদ গুজরাত। 'রইস'-এর মুক্তি অপেক্ষা করার জন্যে।
গত কালকের আগে শেষবার শাহরুখ ট্রেনে উঠেছিলেন, যখন তিনি দিল্লি থেকে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন। আজ তিনি সারা বলিউডে রাজত্ব করছেন। আজ সকাল ১০ বেজে ৫৫ মিনিটে হজরত নিজামউদ্দীন স্টেশনে পৌঁছন শাহরুখ।