কলকাতা: অবশেষে কি পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-র সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন আপ নেতা রাঘব চড্ডা ?(Raghav Chaddha)? তাঁদের প্রেম, বাগদান.. এই সমস্ত নিয়ে এখন কান পাতলেই গুঞ্জন শোনা যায় মায়ানগরীতে, আর এবার কি সেই গুঞ্জনকেই মান্যতা দিলেন সাংসদ? 


কখনও দিল্লিতে উড়ে যাচ্ছেন পরিণীতি, তাঁকে নিতে এয়ারপোর্টে হাজির থাকছেন রাঘব। কখনও আবার মায়ানগরীতে পরিণীতির সঙ্গেই পা রাখছেন রাঘব... তাঁদের এই আনাগোনা দেখে অনেকেই বলছেন, দুই পরিবারে বিয়ের তোড়জোড় চলছে জোরকদমে। তবে এখনই সবকিছু প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা। শোনা গিয়েছিল, ১০ তারিখ তাঁদের নাকি বাগদান সারার কথা। তবে আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন পরিণীতি। ফলে বাগদানের যে গুঞ্জন ছিল, তা সম্ভবত ভিত্তিহীন। 


তবে, রাজনীতি নিয়ে কথা বলতে গিয়েও ইদানিং পরিণীতি সম্পর্কিচ প্রশ্নের মুখে পড়ছেন রাঘব। হাসিমুখে, কখনও লজ্জা পেয়ে, কখনও বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামলাচ্ছেনও তিনি। সদ্য জাতীয় দলের মর্যাদা পেয়েছে আম আদমি পার্টি। সেই উদযাপনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাঘব। সেখানেও যথারীতি প্রশ্ন ওঠে পরিণীতিকে নিয়ে। মৃদু হেসে রাঘব উত্তর দেন, 'এখন পরিণীতিকে নিয়ে খুব কথা হচ্ছে দেখছি! আজ আনন্দ উদযাপন করুন, আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। ভবিষ্যতেও এমন অনেক আনন্দ উদযাপনের সুযোগ পাবেন।' অন্যদিকে আরও একটি সাক্ষাৎকারে রাঘবকে পরিণীতি সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি এ নিয়ে কথা বলব, তবে তাঁর জন্য আলাদাভাবে একটি সাক্ষাৎকার দেব।'


মায়ানগরীতে এখন গুঞ্জন, একে অপরের সঙ্গে ডেট করছেন রাঘব ও পরিণীতি। শুধু তাই নয়, দুই পরিবার দিনক্ষণ ঠিক করতে ব্যস্ত তাঁদের রোকা অনুষ্ঠানের। তবে এখনও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। এই জল্পনা আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট। সম্প্রতি সঞ্জীব অরোরা রাঘব ও পরিণীতির ছবি একসঙ্গে ট্যুইট করে লেখেন, 'রাঘব ও পরিণীতিকে অনেক শুভেচ্ছা। ওদের মিলন যেন প্রেমের প্রাচুর্য্যে, আনন্দে ও একে অপরের সঙ্গতে ভরে ওঠে। আমার শুভেচ্ছা।' এই ট্যুইটটি কয়েক গুণ জল্পনা বাড়িয়েছে তাঁদের সম্পর্কের। শোনা যাচ্ছে, স্বরা ভাস্বরের পরে খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন আরও এক রাজনীতি ও বিনোদন দুনিয়ার মানুষ।


আরও পড়ুন: Karan Johar: কর্ণ জোহর ও অয়ন মুখোপাধ্য়ায়ের মধ্যে বিবাদের গুঞ্জন বলিউডে! কেন?