ভারতখ্যাত ৫১ বছর বয়সি সুরকার পরিবারের মহিলাদের একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁর স্ত্রী সায়রা, আরেক মেয়ে রহিমা হিজাবে মুখ ঢাকেননি, কিন্তু খাতিজার মুখ ঢাকা রয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে রহমান ক্যাপশন দিয়েছেন, নীতা অম্বানিজির সঙ্গে আমার পরিবারের মূল্যবান মহিলার, খাতিজা, রহিমা, সায়রা#ফ্রিডমটুচুস। খাতিজা নিজেও ফেসবুকে বিতর্কে জল ঢালতে চেয়ে লিখেছেন, বলতে চাই, যে পোশাক পরি, বা জীবনে আমার যেগুলি পছন্দ, তার সঙ্গে আমার অভিভাবকদের কোনও সম্পর্কই নেই। হিজাব পরেছি একেবারেই নিজের পছন্দে, সম্পূর্ণ সম্মানের সঙ্গে। আমি একজন পরিণতমনস্ক প্রাপ্তবয়স্ক। জীবনে নিজের পছন্দ বাছাই করতে জানি। সোস্যাল মিডিয়ায় নিশানা মেয়ে, কী পরবে, ঠিক করার স্বাধীনতা ওর, সমর্থনে সওয়াল রহমানের
Web Desk, ABP Ananda | 07 Feb 2019 08:53 PM (IST)
মুম্বই: সোস্যাল মিডিয়ায় একাংশের রোষের টার্গেট মেয়ে খাতিজার হয়ে সওয়াল এ আর রহমানের। ‘স্লামডগ মিলিওনেয়ার’-এর দশম বর্ষপূর্তিতে জোড়া অস্কারজয়ী বাবার ইন্টারভিউ নিয়েছেন খাতিজা। তাঁর পরনে শাড়ি, মাথা ঢাকা হিজাবে। এজন্য সোস্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু রহমান জানিয়ে দিয়েছেন, কী পরবে, তা ঠিক করার স্বাধীনতা মেয়ের।