লখনউ: পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নয়া কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা সোমবার চারদিনের সফরে লখনউ যাচ্ছেন। নয়া দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর প্রথম উত্তরপ্রদেশ সফর। এ বিষয়ে আজ কংগ্রেস মুখপাত্র অংশু অবস্তী জানিয়েছেন, সোমবার লখনউয়ে প্রিয়ঙ্কার সঙ্গে থাকবেন দলীয় সভাপতি রাহুল গাঁধী ও পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই তিন নেতাকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিমানবন্দর থেকে দলীয় দফতরে যাওয়ার পথে তাঁরা রোড শো করবেন। সোমবারই ফিরে যেতে পারেন রাহুল। তবে প্রিয়ঙ্কা বৃহস্পতিবার পর্যন্ত লখনউয়ে থাকবেন। তিনি দলের পদাধিকারী ও কর্মীদের সঙ্গে কথা বলবেন।
প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরাকে টানা দ্বিতীয় দিন জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই পরিস্থিতিতে প্রিয়ঙ্কার উত্তরপ্রদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি ও জ্যোতিরাদিত্য সোমবার থেকেই উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের জন্য দলের প্রচার শুরু করে দেবেন বলে জানিয়েছেন অংশু। তাঁর দাবি, প্রিয়ঙ্কা আসায় কংগ্রেস কর্মীরা উৎসাহিত হবেন।
নয়া দায়িত্ব বুঝে নিতে সোমবার লখনউয়ে প্রিয়ঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2019 05:56 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -