লখনউ: আদালত যদি তদন্তের নির্দেশ দেয়, তাহলে কোনও রাজ্য সিবিআই-এর প্রবেশে বাধা দিতে পারে না। আজ এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তাঁর মতে, অতীতের কোনও মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি প্রযোজ্য নয়। এটি নতুন কোনও মামলার ক্ষেত্রে কার্যকর হতে পারে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের মতো কয়েকটি রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, সিবিআই-কে কোনও মামলার তদন্ত করার অনুমতি দেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে জিতেন্দ্রর মন্তব্য গুরুত্বপূর্ণ। রাজ্যসভায় লিখিত জবাবে তিনি জানিয়েছেন, ১৯৪৬ সালের দিল্লি স্পেশাল পুলিশ এস্ট্যাবলিশ অ্যাক্ট অনুযায়ী, কোনও রাজ্য সরকারের আগাম সম্মতি নিয়ে সেখানে তদন্ত করতে পারে সিবিআই। তবে কোনও সাংবিধানিক আদালত সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি ছাড়াই সিবিআই-কে কোনও মামলার তদন্তভার দিতে পারে।