কলকাতা: 'আবার প্রলয়' (Abar Proloy) নিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ (OTT Debut) করতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সুন্দরবনের নারী পাচার সমস্যা নিয়ে এই সিরিজের গল্প। গতকালই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবির অ্যাকশন দৃশ্য থেকে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও ঋত্বিক চক্রবর্তীর (Ritwik Chakraborty) লুক, সব নিয়েই ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই যেমন এই সিরিজের ট্রেলারে উচ্ছ্বসিত, তেমন আবার অনেকেই বলছেন ট্রেলার যেন হিন্দি ছবি বা সিরিজের অনুকরণ। এবার এই প্রসঙ্গে নাম না করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও (Rahul Arunoday Banerjee)। 


 


রাজের নতুন কাজ নিয়ে সমালোচনার ঝড়


বছর দশেক আগে বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল 'প্রলয়'। সেই ছবিতে পুলিশ অফিসার অনিমেষ দত্তের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। ২০২৩-এ সেই ছবির দ্বিতীয় ভাগ হিসেবে ওয়েব সিরিজ তৈরি করছেন রাজ, নাম 'আবার প্রলয়'। ট্রেলার এসেছে প্রকাশ্যে। কিন্তু ফের তাঁর কপালে জুটল 'কপি ক্যাট' তকমা, হলেন সমালোচনার শিকার।


এদিন ট্রেলার প্রকাশ্যে আসার পরই শাশ্বতর লুকের সঙ্গে বলিউড নায়কের লুকের মিল খুঁজে পেয়েছেন অনেকে। ট্রেলারে দেখা মিলেছে ঋত্বিক চক্রবর্তীরও। সাধকের বেশে, কোঁকড়া চুলে দেখা গেছে তাঁকে। চোখের চাহনি বলে দেবে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। এদিকে ঋত্বিকের লুক নিয়েও শুরু হয়েছে আলোচনা। অনেকেই ঋত্বিকের এই লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'-এ পঙ্কজ ত্রিপাঠীর লুকের। তেমনই অনেকে আবার ঋত্বিকের লুকের সঙ্গে মিল পেয়েছেন 'ওহ মাই গড' ছবিতে মিঠুন চক্রবর্তীর লুকের। আর এবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজস্ব মন্তব্য প্রকাশ করলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়েও, যদিও কারও নাম উল্লেখ করেননি তিনি। 


এক সময় বলা হত, বিভিন্ন দক্ষিণী ছবির হুবহু বাংলা নকল করে ছবি বানান রাজ চক্রবর্তী। আবারও সেই কটাক্ষের শিকার পরিচালক। রাহুল এদিন পোস্ট করে লেখেন, 'যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে সেক্রেড গেমসের পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা...।' সেই সঙ্গেই তিনি লেখেন, 'সমস্ত ট্রোল স্বাগত।' উল্লেখ্য এই পোস্টে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি লেখেন, 'যে কপি করে সেই রাজ করে ভাই।'


আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?





রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি 'চিরদিনই তুমি যে আমার'-এ অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রাজের আগামী সিরিজ প্রসঙ্গে রাহুলের এই মন্তব্য নিয়ে পরিচালক যদিও কিছু বলেননি এখনও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial