কলকাতা: ছুটি কাটিয়ে ফিরেই শ্যুটিং ফ্লোরে, সঙ্গে বাবা-মা। সহজেই এক ফ্রেমে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। মাঝখানে সহজ। বাবার প্রথম পরিচালনায় প্রথম রুপোলি পর্দায় পা রাখবে ছেলে সহজ। আর এই সমস্ত প্রথমের খাতিরেই ফের এক ফ্রেমে রাহুল প্রিয়ঙ্কা। দর্শকদের মনে কি উস্কে উঠল 'চিরদিনই তুমি যে আমার'-এর স্মৃতি।
কমেন্টবক্স যাই বলুক, প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) পোস্টে স্পষ্ট সেই ইঙ্গিত। এক ফ্রেমে রাহুল, প্রিয়ঙ্কা আর সহজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'কলকাতা ৯৬'-চিরদিনই তুমি যে আমার। ছবিতে দেখা যাচ্ছে রাহুল সহজের কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন। হাসিমুখে স্ক্রিপ্ট হাতে মাঝে বসে রয়েছে সহজ। আর ছেলের পাশেই সাদামাটা সাজে বসে প্রিয়ঙ্কা।
এবিপি লাইভকে রানা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে, ২৫ তারিখ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। আজ ছবির চিত্রনাট্য পড়া ছিল। আর সেখানেই ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা। অবশ্যই ছিলে ছবির পরিচালক রাহুলও। রানা সরকারের পোস্ট শেয়ার করে রাহুল লিখেছেন, 'নতুন শুরু'
এর আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, গরমের ছুটিতে সহজের শ্যুটিং শুরু হওয়ার কথা। আর এই শ্যুটিং নিয়ে সহজ এতটাই উৎসাহী যে বন্ধুদের অনেককেই বলেছে যে সে ছবির কাজ করবে। সেইসঙ্গে প্রিয়ঙ্কা মজা করেই বলেছিলেন যে সহজের কাছে শ্যুটিংটা এখনও মজার জিনিস বলেই মনে হচ্ছে। কারণ ও শ্যুটিংয়ের কষ্টকর দিকটা দেখেনি। সেটা দেখলেই ও বুঝতে পারবে শ্যুটিং মানে কেবল মজা নয়, অনেকটা কষ্টও করতে হয়।
গরমের ছুটিতে সদ্যই ছেলেকে নিয়ে সিকিমে ছুটি কাটাতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা । সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে বরফের মধ্যে মা ছেলেকে দেখা গিয়েছে খুনসুটি করতে।