কলকাতা: স্বাধীনতা সংগ্রাম, দাঙ্গা, হিন্দু মুসলমান দ্বন্দ্ব ও 'মা কালী'..  রাইমা সেন (Raima Sen) ও অভিষেক সিংহ (Abhishek Singh) অভিনীত এই সিনেমা তুলে ধরবে ব্রিটিশ শাসনকালে বাংলার বিপ্লবের কথা। ৭৮-র দশকের কথা তুলে ধরেছে এই ছবি। ব্রিটিশ শাসনকালে যে অন্যায় অত্যাচার হয়েছে বাঙালিদের ওপর, যাঁরা রুখে দাঁড়িয়েছেন, বিপ্লব করেছেন, সেই সমস্ত মানুষদের কথাই তুলে ধরেছে এই ছবি। শ্রদ্ধা জানিয়েছে তাঁদের। একটি হিন্দু পরিবার কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, সেই কথাই ফুটে উঠেছে 'মা কালী' ছবিতে। 


সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টিজার। সেখানে যে ঝলক দেখা গিয়েছে, তাতে স্পষ্ট হিন্দু মানুষদের মুসলিম ধর্মে দিক্ষীত করার, দাঙ্গা, অত্যাচারের ছবি। এই ছবি নিয়ে অভিষেক বলছেন, 'এই ছবিতে এমন একটা প্রেক্ষাপটকে তুলে ধরবে যেটা সত্যি আর সবসময় প্রাসঙ্গিক। ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়কে তুলে ধরবে এই ছবি। ইতিহাসের এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের কথা অনেকেই এখনও স্পষ্টভাবে জানেন না। সমাজের চোখে নতুন করে একটা অজানা ইতিহাসকে তুলে ধরবে এই ছবি। 


অন্যদিকে, এই ছবিটা বাছা নিয়ে রাইমা বলছেন, 'একজন বাঙালি হয়েও আমি বাঙালিদের এত অন্ধকার ইতিহাসের কথা, খুঁটিনাটি কষ্টের কথা জানতাম না। এই ছবিটা করতে গিয়ে জেনেছি। একজন বাঙালি হিসেবে মনে হয়েছিল, এই ছবির গল্পটা বলা উচিত।'


'মা কালী' সিনেমাটায় রাইমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কী ছিল? রাইমা বলছেন, 'গোটা ছবিটাই বেশ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। ছবির প্রথমার্ধের জন্য ওজন বাড়িয়েছিলাম আমি। আবার ছবির দ্বিতীয়ার্ধের জন্য ৫ কেজি ওজন কমাতে হয়েছিল খুব কম সময়ের মধ্যে। মাত্র ১০ দিনে এই ৫ কেজি ওজন কমাতে হয়েছিল। এই সিনেমাটায় আমার অনেক অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে যেটা বেশ নতুন।'






আরও পড়ুন: Shakib Khan: 'শুধু বাংলাদেশের নয়, আমি দুই বাংলার হিরো হতে চাই', কলকাতায় এসে বলে গেলেন শাকিব


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।