কলকাতা: পুঁচকে ইউভানের এবার দ্বিতীয় দুর্গাপুজো। প্রত্যেকদিন নতুন নতুন সাজে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে খুদে। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুজোর প্রত্যেক ছবির মধ্যমণি খুদে ইউভান।
অষ্টমীর ছবিতেও নজর কাড়লেন সপরিবারে। সোনালী শাড়িতে ধরা দিলেন সুন্দরী শুভশ্রী। অন্যদিকে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবীতে ট্যুইনিং করতে দেখা গেল রাজ-ইউভানকে। পুজোর প্রত্যেকদিনই বেশ রঙিন জামাতেই ক্যামেরাবন্দি হতে দেখা গেছে ইউভানকে। তবে অষ্টমীর সাজ তো একটু আলাদা হবেই। অঞ্জলী শেষে কপালে সিঁদুরের টিপ লাগিয়ে তিনজনেই ফ্রেমবন্দি হলেন। সাদার উপরে রঙিন ফুলের প্রিন্ট করা পাঞ্জাবীটা সবার আগে নজর কাড়তে বাধ্য। বাবা-ছেলের ডুয়ো সত্যিই হিট।
গতকাল আরও একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা যায়, কোলে ছোট্ট ইউভান, আর তাকে দুর্গা ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবাক চোখে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে ইউভান। আর শুভশ্রী তাকে শিখিয়ে দিচ্ছেন, এটা মা দুর্গা.. এটা লক্ষী.. সরস্বতী.. কার্তিক.. গণেশ..। ক্যাপশনে রাজ লিখছেন, 'দুর্গাপুজো বাঙালিদের সবচেয়ে বড় পুজো। আমরা মা দুর্গার বাড়ি আসাকে উদযাপন করি। তোমার অবাক চোখ অনেক প্রশ্ন করছে ইউভান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি সব বুঝে যাবে।'