মুম্বই: রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগের মধ্যেই সামনে এল আরও এক তথ্য। সূত্রের খবর, অশালীন ছবি তৈরির পাশাপাশি আরও একটি অ্যাপ আনার পরিকল্পনা করেছিলেন রাজ। যদিও এই অ্যাপের বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য জানা যায়নি এখনও।


অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে রাজকে।




পুলিশের দাবি রাজ কুন্দ্রার ই-মেল আইডি-তে ১৫টি পর্নোগ্রাফির হদিশ পায় পুলিশ। প্রতি ছবির জন্য নেওয়া হত ২ থেকে আড়াই লক্ষ টাকা।  কুন্দ্রা ওটিটি প্লাটফর্ম বানিয়ে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, এমন তথ্যও জানা গিয়েছে। ছবি শ্যুটিংয়ের পর তা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হত বিদেশে।



এছাড়াও, মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রিটেনের এক প্রযোজক প্রদীপ বক্সীর সঙ্গে রাজ কুন্দ্রার একটি  চ্যাট উঠে এসেছে যেখান থেকে মিলেছে অ্যাপ সংক্রান্ত বেশ কিছু গোপন তথ্য। রাজের সেই চ্যাটে নিয়ম লেখা রয়েছে যে তাঁর কোনও সমস্যা নেই। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্ল্যান-বি আনতে চান, এমন উল্লেখও রয়েছে। বলিফেম নামে অ্যাপটিতে লাইভ ভিডিয়ো দেখানো হবে সেই সব ছবির, সে কথোপকথন রয়েছে পুলিশের কাছে। 


উল্লেখ্য, ব্রিটেনে 'কেনরিন' নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে প্রদীপ বক্সীর, যিনি হলেন রাজ কুন্দ্রার আত্মীয় এবং বিজনেজ পার্টনার। অ্যাপ চালানোর ক্ষেত্রে রাজ কুন্দ্রা 'কেনরিন' প্রোডাকশন হাউসের প্রতিনিধি হয়ে এদেশে কাজ করতেন এমনটাই জানা গিয়েছে। 


গতকাল রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও। মুম্বই পুলিশের নজরে রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। আপাতত জেল হেফাজতেই রয়েছেন রাজ কুন্দ্রা। আগামী ২৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেয়েছে তাঁর। ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী, দায়ের করেছেন পিটিশানও। অন্যদিকে আজ জেরার পর শিল্পার প্রতিক্রিয়া, 'চ্যালেঞ্জের মোকাবিলা করব'।