কলকাতা: ফের একবার শিরোনামে রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির স্বামীর নামে আর্থিক তছরুপের মামলা দায়ের করল ইডি। পর্ণোগ্রাফি কেসের সঙ্গে যুক্ত থেকে আর্থিক তছরুপ করেছেন রাজ এই অভিযোগেরই বৃহস্পতিবার ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে ইডি।


রাজের নামে আর্থিক তছরুপের মামলা 


আপাতত পর্ণোগ্রাফিকাণ্ডে জামিনে রয়েছেন রাজ কুন্দ্রা। তবে এইদিন নতুন করে শিল্পা শেট্টির স্বামীর নামে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এর আগে ২০২১ সালে পর্ণোগ্রাফি মামলায় যুক্ত থাকার ফলে গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। 


২০২১ সালের জুলাই মাসে পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। ২ মাস জেলে ছিলেন তিনি। এরপর একাধিকবার শিল্পা শেট্টি জনসমক্ষে এলেও সবার সামনে আসেননি রাজ কুন্দ্রা। এমনকি বছর শেষে ছেলের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় তাঁকে। সেখানে ক্যামেরা দেখে মুখ ঢাকেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর প্রকাশ্যে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি তাঁকে। বরং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেসময়েই মুখে দিয়েছিলেন তিনি। 


আরও পড়ুন: Ismart Jori: কলকাতার রাস্তায় হন্যে হয়ে স্ত্রী কে খুঁজছেন অভিনেতা সম্রাট, কেন?


পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। শিল্পা শেট্টির অনুরাগীদের অজানা নয় যে দীপাবলি মিটতেই অভিনেত্রী পরিবারসহ হিমাচল প্রদেশেক ধর্মশালায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে তিনি আগেও ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানেই অনুরাগীদের ক্যামেরাবন্দি হয়েছিলেন সস্ত্রীক রাজ কুন্দ্রা। সম্প্রতি কোনও এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধর্মশালার কোনও মন্দির দর্শন করতে গিয়েছেন দম্পতি। 


প্রসঙ্গত, দীর্ঘদিন পর 'হাঙ্গামা টু' ছবি দিয়ে রুপোলি পর্দায় ফেরেন 'ধড়কন' অভিনেত্রী শিল্পা শেট্টি। বিগত কয়েক বছরে তাঁকে বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দায় বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে। ছোট পর্দায় জনপ্রিয় ডান্স শোয়ের বিচারকের আসনে হাজির ছিলেন শিল্পা।