কলকাতা: অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)-র নামে ৬০ কোটি টাকা মানহানির মামলা দায়ের করা হয়েছে। এই মামলা এখনও চলছে, তবে তা চলাকালীন, তৈরি হল নতুন বিতর্ক। শোনা যায়, রাজ কুন্দ্রার ওই টাকা নাকি শিল্পা শেট্টি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার অ্যাকাউন্টে গিয়েছে। কিন্তু শিল্পা শেট্টির অভিনেত্রীর দাবি, ১০ বছর আগে স্বামীর থেকে নাকি ১৫ কোটি টাকা ধার নেননি শিল্পা। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, শিল্পা শেট্টির নামে নাকি ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এতে শিল্পার মানহানি হচ্ছে। এর ফলে, শিল্পা শেট্টি নাকি আদালতের দ্বারস্থ হবেন বলে ঠিক করেছেন।
আজ শিল্পা শেট্টির আইনজীবী বলেন, 'সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হচ্ছে যে, শিল্পা শেঠি প্রায় ১০ বছর আগে তাঁর স্বামী রাজ কুন্দ্রার থেকে ১৫ কোটি টাকা নিয়েছিলেন। যার তদন্ত করছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)।' আইনজীবী প্রশান্ত পাতিল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণভাবে ভুয়ো, বিভ্রান্তিকর এবং বদনাম করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। আইনজীবী বলেন, 'আমার মক্কেল শিল্পা শেঠি কুন্দ্রা এমন কোনও টাকা কখনও পাননি। এই খবরগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে, যাতে তাঁর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করা যায়।'
শিল্পা শেট্টির আইনজীবী আরও বলেন, এই ধরনের ভুয়ো আর বিদ্বেষ ভরা খবর ছড়ালে, শিল্পা শেট্টি এই সমস্ত খবরের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেবেন। ভুয়ো খবর প্রকাশ করা সংবাদমাধ্যমগুলির বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি উভয় প্রকারের মামলা রুজু করা হবে। আইনজীবী প্রশান্ত পাতিল বলেছেন- 'আমরা সবসময় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে এসেছি এবং ভবিষ্যতেও করব। তবে ভিত্তিহীন ও মানহানিকর নিবন্ধের উপর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ এই ধরনের খবর আমার মক্কেলের মৌলিক অধিকার লঙ্ঘন করছে।' তিনি এও জানিয়েছেন যে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা এখন এই মানহানির ঘটনার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। এছাড়াও, যে সমস্ত সংবাদমাধ্যমগুলি খবর যাচাই না করে এই ধরণের খবর ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগে রাজ বলেছিলেন, 'আমি বলব আর একটু অপেক্ষা করুন। দেখুন না কী হয়! আমরা এই জীবনে কোনও ভুল কাজ করিনি। কখনও করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।'