‘রুস্তম’ মুক্তির আগে অক্ষয় কুমারকে শুভেচ্ছা রজনীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 03:20 PM (IST)
চেন্নাই: আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত থ্রিলার ‘রুস্তম’। এজন্য অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানালেন দক্ষিণী তারকা রজনীকান্ত। নৌবাহিনীর আধিকারিক কে এম নানাবতীর জীবনের বাস্তব কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে রুস্তম। নিজের স্ত্রীর প্রেমিককে হত্যার জন্য বিচারের মুখোমুখি হতে হয়েছিল নানাবতীকে। ট্যুইটে তাঁর শুভেচ্ছা বার্তায় রজনী লিখেছেন, ‘প্রিয় অক্ষয়, আমি তোমার আগামী সিনেমা রুস্তম-এর সাফল্য কামনা করছি’। টিনু সরদেশাই পরিচালিত এই সিনেমায় ইলিয়ানা ডিক্রুজ ও এষা গুপ্তাও অভিনয় করছেন। হৃত্বিক রোশন অভিনীত ‘মহেঞ্জোদাড়ো’-র সঙ্গে একই দিনে মুক্তি পারে ‘রুস্তম’। সলমন খান, রণবীর সিংহ এবং সোনম কাপূরের মতো বলিউড তারকাও রুস্তম-এর সাফল্য কামনা করেছেন। উল্লেখ্য, এই প্রথম একই সিনেমায় দেখা যাবে রজনী ও অক্ষয়কে। ‘রোবট’ (২০১০)-এর সিকোয়েলে দেখা যাবে দুই তারকাকে। শঙ্কর পরিচালিত সিকোয়েল ‘২.০’ ২০১৭-তে মুক্তি পেতে পারে।