কলকাতা: নতুন চরিত্রে রজতাভ দত্ত (Rajatava Dutta)। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে নতুন ছবি 'কাল্পনিক'। নতুন পরিচালক অর্ক মুখোপাধ্যায় নিজেই চিত্রনাট্য লিখেছেন ছবির। পরিচালনাও করছেন তিনি নিজেই। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। ছবিটির প্রযোজনা করছেন, অর্ক মুখোপাধ্যায়, অমৃতা চক্রবর্তী ও ফেবলস ক্রেডল। গোটা সিনেমাটার সময়সীমা হল ৯২ মিনিট। বাংলা ভাষার এই ছবিটি একাধিক প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে ইতিমধ্যেই। তবে সাধারণ দর্শকদের জন্য এখনও মুক্তি পায়নি এই ছবি। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, শতক্ষ নন্দী, সাহিদুর রহমান, সায়ন ঘোষ ও অন্যান্যরা।


এই ছবি একটি বাস্তব গল্প ও সংস্কৃতির জীবনের সংঘাতের গল্প। চক্রপাণিপুর নামে রয়েছে একটি ঐতিহাসিক শহর রয়েছে আর সেখানেই রয়েছে আসারু নামে অজানা গ্রাম। বিতর্কিত এক রিপোর্টিংয়ের জন্য এক ঘরে হয়ে যাওয়া সাংবাদিক মৈথিলী এক প্রাচীন মন্দিরের সন্ধানে আসারুতে পৌঁছন। সাধারণভাবে শুরু হওয়া এই গল্প নাটকীয় মোড় নেয়, যখন মৈথিলী জানতে পারে তাঁর আসার আগে সেই গ্রামে রহস্যজনকভাবে মারা গিয়েছেন আসারু গ্রামের অবসরপ্রাপ্ত এর প্রফেসর দেবারি রক্ষিত। নানা প্রশ্নে উঠে আসে, কে এই প্রফেসর রক্ষিত? মন্দিরে সঙ্গে তাঁর কী সম্পর্ক? কেনই বা তাঁকে মরতে হল? সেই উত্তর মিলবে ছবির পর্দায়। এই ছবি এমন এক গল্পকে তুলে ধরে যেখানে ধর্ম শুধুই ক্ষমতার হাতিয়ার। খোঁজার চেষ্টা করে, পুরনো বিশ্বাস আর আধুনিক রাজনীতি একে অপরকে প্রভাবিত করে আর হারিয়ে যায় মানবিক মূল্যবোধ। 


বেঙ্গলি প্যানোরামা ও কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানো হবে। এছাড়াও এই ছবিটি ৫ ডিসেম্বর সন্ধে সাড়ে ৬টায় রবীন্দ্রসদন ও ১০ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থে এই ছবিটি দেখানো হবে। এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি। ছবির প্রযোজক ও পরিচালক থাকেন বিদেশে। তবে নতুন গল্প বলার স্বার্থেই তিনি এই ছবিটিকে বেছেছেন। ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন নীল মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে। ক্রিয়েটিভ প্রোডিউসার সোম চক্রবর্তী।


আরও পড়ুন: Yash Nusrat: কলকাতায় দিলজিৎ-এর কনসার্ট দেখতে হাজির যশ-নুসরত, কী করলেন তারকা জুটি?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।