কলকাতা: রজনীকান্তের (Rajinikanth) 'জেলার' (Jailer)  নিয়ে চড়ছিল উন্মাদনার পারদ। আর সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্য়াপী ৪০০০ স্ক্রিনে  মুক্তি পেল এই ছবি। বরাবরের মত এই ছবি মুক্তির আগেও হিমালয়ান ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন থালইভা। আর সেখান থেকেই ভক্তদের উদ্দেশ্য়ে বলেছেন, 'ছবিটি দেখুন এবং কেমন হয়েছে আমাকে জানান'।


উল্লেখ্য়, হিদেতোশি এক দম্পতি জাপানের (Japan) ওসাকা থেকে উড়ে এসেছেন কেবল এই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন বলে। শুধু তাই নয়, থালাইভার জন্য উপহার স্বরূপ একটি জাপানি শাল ও পাখাও এনেছেন তাঁরা।


আরও পড়ুন...


(পেট ঠেসে খাওয়া নয়, বারে বারে খাওয়া, স্তন্যদায়ী মায়ের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ পুষ্টিবিদের


ইয়াসুদা হিদেতোশি এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'জাপানে একদিন পর ছবিটা মুক্তি পাবে, আর আমি অপেক্ষা করতে চাই না। তাছাড়া সেখানার প্রেক্ষাগৃহগুলো ভীষণই শান্ত-চুপচাপ। কিন্তু ভারতে লোকজন সিটি দেবে, চিৎকার করবে। আমি সেই উন্মাদনাটা মিস করতে চাইনা।'


রজনীকান্তের (Rajinikanth) আরেক অনুরাগী লিখেছেন, 'আমার অনুমান এই ছবিটা রজনীকান্তের কেরিয়ারে একটা মাইলফলক হয়ে থেকে যাবে।' অন্য আরেক ভক্ত বলেন, 'আমি আমার পরিবার এবং বন্ধু সবার জন্য মোট ১৫টা টিকিট কেটেছি। এই ছবি ব্লকব্লাস্টার হবেই।'


নেলসন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তামান্না (Tamannah)। এই ছবিতে  সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনিরুদ্ধ, যা ইতিমধ্যেই সুপার হিট।


শ্রীধর পিল্লাই নামক এক ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন আমেরিকায় ১ মিলিয়ন ডলারের প্রিটিকিট বিক্রি হয়েছে ‘জেলার’ ছবির। সাম্প্রতিককালের অতীতে এমন ঘটনা আর ঘটেনি। ফলে এই ছবিটি হিট করছে সেটা সুস্পষ্ট।


প্রসঙ্গত, চেন্নাই ও বেঙ্গালুরুর একাধিক অফিসে ঘোষণা করা হল ছুটি। যাতে কর্মীরা অফিসের চিন্তা না করেই প্রেক্ষাগৃহে গিয়ে থালাইভার নতুন সিনেমা দেখে আসতে পারেন। কিছু কিছু সংস্থা তো ছুটি ঘোষণা করেই থামেননি। আরও এক ধাপ এগিয়ে তারা কর্মচারীদের হাতে তুলে দিয়েছেন বিনামূল্যে 'জেলার' ছবির টিকিটও। 


উল্লেখ্য়, দুই বছর পর ফের বড়পর্দায় ফিরছেন রজনীকান্ত। ফলে অনুরাগীদের উন্মাদনার আঁচ বেশি হবে তা বলাই বাহুল্য। অ্যাকশনে ভরপুর মনোরঞ্জক এই ছবির পরিচালক নেলসন দিলীপকুমার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial