নয়াদিল্লি: ২০২৩ সাল শাহরুখের (Shah Rukh Khan) কাছে 'কামব্যাক ইয়ার' বলা চলে। দীর্ঘ ৪ বছর পর প্রেক্ষাগৃহে ফিরেছে শাহরুখ জাদু। ২০২৩-এর শুরু থেকেই 'পাঠান', 'জওয়ান'-এর পর বছরের শেষে মুক্তি পায় 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে এই প্রথম অভিনয় করেন শাহরুখ। আর হিরানি-খানের ছবি বক্স অফিসে ঝড় তুলতে থাকে মুক্তির প্রথম দিন থেকেই। এবার 'ডাঙ্কি'কে (Dunki) ঘিরে শোনা গেল অস্কারের মঞ্চে মনোনয়নের জন্য পাঠানো হতে পারে এই ছবিটি। কী জানালেন পরিচালক ?


কমেডি ঘরানার এই ছবির মাধ্যমেই শাহরুখ তাঁর অনুরাগী ছাড়াও আরও অনেক দর্শকের কাছে পৌঁছে গিয়েছেন। তাদের মন জয় করেছেন। প্রেক্ষাগৃহে যেখানে এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই হইহই করে চলছে, মানুষ ছবিটি দেখছেন, সমালোচনা-প্রশংসা দুটিই হচ্ছে। আর এরই মাঝে সূত্রের খবরে জানা গিয়েছে এই ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ওরফে অস্কারের (Oscars) জন্য পাঠানো হতে পারে। তবে ভারতের মনোনীত ছবি হিসেবে এটি পাঠানো হবে নাকি কোনও বিশেষ বিভাগের জন্য ছবিটির মনোনয়ন জমা করা হবে তা এখনও স্পষ্ট নয়। এই ছবিটি অস্কারে পাঠানো হলে, এ নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত তিনটি ছবি অস্কারে পাঠানোর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।


Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, 'ডাঙ্কি' (Dunki) মুক্তির ১৮ তম দিনে অর্থাৎ তৃতীয় রবিবার ৮ জানুয়ারি ৪.২৫ কোটি টাকা আয় করেছে। এই ছবি এখনও অবধি ঘরে তুলেছে মোট ২১৬ কোটি টাকারও বেশি। তথ্য বলছে, প্রথমদিনেই 'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছিল। তবে প্রভাসের 'সালার' (Salaar) ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছিল সালার। ৯৫ কোটি আয় করেছিল প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করে শাহরুখের 'ডাঙ্কি।'


প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে  সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা।  এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' (Animal) ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই।


আরও পড়ুন: Shaan on Rashid Khan Death: শেষ দেখা হল না উস্তাদকে, রাশিদের মৃত্যুদিনে মঞ্চেই শান গেয়ে উঠেছিলেন, 'আওগে যব তুম ও সাজনা...'