ছবিতে এই দৃশ্যে নায়িকা কাজলকে তাঁর প্রেমিক রাজ ওরফে শাহরুখের কাছে যেতে বাধা দিচ্ছিলেন বাবা। বাবার চরিত্রে ছিলেন অমরেশ পুরী। শেষমেশ অবশ্য প্রেমেরই জয় হয়। মেয়ে সিমরনকে তাঁর ভালবাসার কাছে যেতে দেন বাবা। সেই দৃশ্যেই অভিনয় করলেন পত্রলেখা-রাজকুমার। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে রাজকুমার ক্যাপশনে লেখেন, ‘এই দৃশ্য আমরা লন্ডনে রিক্রিয়েট করেছি। মজার ছলে।’ কয়েক মাস আগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯ এর মঞ্চে রাজকুমার রাও আর শাহরুখ ছেঁইয়া-ছেঁইয়া গানটির সঙ্গে পারফর্ম করেন। ‘দিলওয়ালে দুলহনিয়া’র শেষ দৃশ্যে কাজল-শাহরুখের বদলে অভিনেতা রাজকুমার রাও ও তাঁর বান্ধবী! ভাইরাল ভিডিও
web desk, ABP Ananda | 07 Jun 2019 11:42 PM (IST)
নিজেকে শাহরুখ খানের বড় ভক্ত বলে দাবি করেন রাজকুমার। তাই নিজের প্রেমিকার সঙ্গে রিক্রিয়েট করলেন বলিউড বাদশার কেরিয়ারের অন্যতম সেরা ছবির পছন্দের দৃশ্যটি।
লন্ডন: ‘যা সিমরন যা... জিলে আপনি জিন্দগি।’ মনে পড়ে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের সেই শেষ দৃশ্য? হিন্দি ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় দৃশ্য। ডিডিএলজির সেই বিখ্যাত সিন আবার অভিনয় করে দেখালেন অভিনেতা রাজকুমার রাও আর তাঁর বান্ধবী পত্রলেখা। নিজেকে শাহরুখ খানের বড় ভক্ত বলে দাবি করেন রাজকুমার। তাই নিজের প্রেমিকার সঙ্গে রিক্রিয়েট করলেন বলিউড বাদশার কেরিয়ারের অন্যতম সেরা ছবির পছন্দের দৃশ্যটি। শুক্রবার ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন রাজকুমার। দেখুন।