অমরাবতী: পাঁচ-পাঁচজন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। শনিবার তাঁর ২৫ সদস্যের মন্ত্রিসভা গঠিত হবে। রেড্ডি শুক্রবার সকালে তাঁর বাড়িতে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। তারপরই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তফশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু ও কপু গোষ্ঠী থেকে এই ৫ জন উপমন্ত্রীকে নিয়োগ করা হবে। জগন মোহন রেড্ডির মতে, তাঁর মন্ত্রিসভায় প্রাধান্য পাবে দুর্বল ও পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিরা। ওয়াকিবহাল মহলের ধারণা ছিল, অন্ধ্রের নতুন মন্ত্রিসভায় এবার বেশিরভাগই থাকবেন রেড্ডি গোষ্ঠীর প্রতিনিধিরা। সেই ভাবনা ভুল প্রমাণ করল নতুন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।
জগন মোহন আরও জানান, আড়াই বছর পর সকলের কাজকর্ম পর্যালোচনা করে মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে।
এর আগে চন্দ্রবাবুর মন্ত্রিসভায় কপু ও পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে ২জনকে উপ মুখ্যমন্ত্রী নিয়োজিত করা হয়।
অন্ধ্রে জগন মোহন রেড্ডির মন্ত্রিসভায় পাঁচজন উপমুখ্যমন্ত্রী
web desk, ABP Ananda
Updated at:
07 Jun 2019 08:31 PM (IST)
তফশিলি জাতি, উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায়, সংখ্যালঘু ও কপু গোষ্ঠী থেকে এই ৫ জন উপমন্ত্রীকে নিয়োগ করা হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -