মুম্বই: মুক্তি পেয়েছে রাজকুমার রাও (RajKummar Rao) ও সানিয়া মলহোত্র (Sanya Malhotra) অভিনীত 'হিট: দ্য ফার্স্ট কেস' (HIT: The First Case)। একই নামের তেলুগু (Telugu) ছবির হিন্দি রিমেক এটি। প্রথম দিনে কেমন ব্যবসা করল এই ছবি? 


'হিট: দ্য ফার্স্ট কেস' ছবির প্রথম দিনের ব্যবসা


সৈলেশ কোলানুর (Sailesh Kolanu) লেখা ও পরিচালিত 'হিট: দ্য ফার্স্ট কেস' হিন্দিতে মুক্তি পেয়েছে গতকাল, ১৫ জুলাই। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম দিনেই খুব ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। প্রসঙ্গত, তেলুগু ছবিরও পরিচালক তিনিই ছিলেন।


প্রথম দিনে রাজকুমার রাও অভিনীত এই ছবি মাত্র ১.৩৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। মূলত মাল্টিপ্লেক্সগুলিই এই ছবির প্রথম দিনের ব্যবসায় অবদান রেখেছে। 


ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির দ্বিতীয় ও তৃতীয় দিনে অর্থাৎ এই সপ্তাহান্তে কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার। 


 






কলকাতায় রাজকুমার


সম্প্রতি এই ছবির প্রচারে কলকাতায় হাজির হন রাজকুমার রাও। বাঙালি জামাইও বটে তিনি। আর নিজের ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'-এর প্রচার তিনি শুরু করেন এই কলকাতার বুক থেকেই। 


শহরে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের। ইভেন্টে অভিনেতা বলেন, 'এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। আমাদের গোটা টিম এই ম্যাজিকাল ছবি তৈরির জন্য তাঁদের সেরাটা দিয়েছেন। ডক্টর শৈলেশ কোলানু (Dr Sailesh Kolanu) দুর্দান্ত একজন পরিচালক। আমার ও সানিয়ার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন তিনি।'


আরও পড়ুন: Laal Singh Chaddha Special Preview: 'লাল সিং চড্ডা'র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমির খানের, হাজির নাগার্জুন-চিরঞ্জীবি-রাজামৌলি


রাজকুমার এদিন আরও বলেন, 'আমি যাই ছবি করি, আমি চাই মানুষ তা দেখে আমাকে ভালবাসুক। আমি নিজে এই ছবিটা দেখেছি এবং খুব ভাল লেগেছে। আমি জানি লোকের মুখে প্রচারিত হয়ে আরও মানুষ এই ছবি সম্পর্কে জানবে এবং প্রেক্ষাগৃহে গিয়ে একটি থ্রিলিং অভিজ্ঞতা উপভোগ করবেন।'