মুম্বই: গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha Paul) সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao)। যদিও শুধুমাত্রই তাঁদের রাজকীয় বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয়রাই উপস্থিত ছিলেন না। বলিউড ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাও উপস্থিত ছিলেন। ফারহা খান, হনশল মেহতা, অনুরাগ বসু, অনুভব সিনহা এবং আরও বেশ কিছু তারকাকে রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়েতে হাজির থাকতে দেখা গিয়েছে। রাজকীয়ভাবে বিয়ের আসর বসেছিল বলিউডের জনপ্রিয় জুটির। অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখেননি। কিন্তু যাঁরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তাঁদের জন্য কী বিশেষ আয়োজন করলেন 'সিটিলাইটস' জুটি?
আরও পড়ুন - ক্যাটরিনা কাইফের স্পেশাল ব্রাইডাল মেহেন্দির খরচ শুনেছেন? চোখ কপালে অনুরাগীদের
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার নিমন্ত্রণ ছিল রাজকুমার রাও ও পত্রলেখা পালের বিয়েতে। কিন্তু কোনও কারণবশত তিনি বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে মাসাবা গুপ্তা জানিয়েছেন যে, বিয়েতে তিনি উপস্থিত না হতে পারার পর কী করলেন রাজকুমার-পত্রলেখা। ছবিতে দেখা যাচ্ছে, যে সমস্ত অতিথিরা বিয়ের অনুষ্টানে হাজির থাকতে পারেননি, তাঁদের জন্য মিষ্টি এবং বিশেষ একটি চিঠি উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি।
রাজকুমার রাও এবং পত্রলেখার পাঠানো মিষ্টির সঙ্গে চিঠিতে লেখা রয়েছে, 'গত এগারো বছর প্রিয় বন্ধু হিসেবে সম্পর্কে থাকার পর অবশেষে আমরা চণ্ডীগড়ে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। নানারকম পরিস্থিতির কারণে এই বিশেষ দিনে আপনার সঙ্গে আমাদের দেখা হয়নি। কিন্তু সামান্য কিছু উপহারের মাধ্যমে আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তের আনন্দ আপনার সঙ্গে ভাগ করে নিতে চাই। প্রত্যেককে ভালোবাসা, পত্রলেখা এবং রাজকুমার'। এমন বিশেষ বার্তার সঙ্গে লাড্ডু উপহারে পাঠিয়েছেন তাঁরা। এই ছবি শেয়ার করার সময় মাসাবা গুপ্তা লেখেন, 'দুজন ভালোবাসার মানুষ একসঙ্গে হয়েছেন। শুভেচ্ছা।'
প্রসঙ্গত, দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিবাহবন্ধবে আবদ্ধ হয়েছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। শুধু রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও তাঁরা জুটি বাঁধলেন। বিয়ের নানা ছবি এবং ভিডিও নিজেদের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন দুই তারকা।