হায়দরাবাদ: প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেওয়া ও পরে দল থেকেই ছাঁটাই করে দেওয়া। সানরাইজার্স হায়দরাবাদের গতবারের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের সঙ্গে দ্বন্দ্বের ছবি শিরোনামে উঠে এসেছিল। তাঁর নেতৃত্বেই আইপিএল জিতেছিল সানরাইজার্স। কিন্তু এরপর সেই ওয়ার্নারকেই বাদ দিয়ে দেওয়া হল দল থেকে। এই ঘটনা অনেক সানরাইজার্স সমর্থকই মেনে নিতে পারেননি। নতুন মরসুম শুরুর আগে অজি তারকাও এবার জানিয়ে দিলেন যে তিনি আর এই দলে থাকছেন না। সমর্থকদের প্রতি ভালবাসা জানালেও তিনি যে আর সানরাইজার্সে ফিরছেন না এবং ফ্রাঞ্চাইজ যে তাঁকে রিটেন করার কথা ভাবছে না, তা আগেইভাগেই জানিয়ে দিয়েছেন অজি তারকা।


ট্রেভর বেলিসের কোচিংয়ে দল একদমই ভাল পারফর্ম করেনি আইপিএলে। এবার তাই পুরনো কোচ টম মুডিকে ফের একবার কোচ হিসেবে নিয়ে আসার চেষ্টা করছে সানরাইজার্স শিবির। এই খবর কানাঘুষো হতেই এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে কোচ টম মুডি ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তিনি দেখতে চান। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন স্বয়ং অজি তারকা নিজেই। সেই কমেন্টের প্রত্যুত্তরে বাঁহাতি ওপেনার লেখেন, ''না, ধন্যবাদ''। এই ২ শব্দেই নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি। 


অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ওয়ার্নার ও তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দলের সম্পর্কটা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, তা দীর্ঘ দিন ধরেই সামনে চলে আসছিল। বিতর্কের আগুন এই মরসুমের শুরু থেকেই ধিকিধিকি করে জ্বলছিল। তাতে ঘৃতাহুতি হয় আইপিএলের প্রথম পর্বে ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরানোর মধ্যে দিয়ে। আর দ্বিতীয় পর্বে তাঁর খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়ার পরে পরিস্থিতির অবনতি হয়। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে হায়দরাবাদ ম্যাচের পরে সেই জল্পনাতেই কার্যত শিলমোহর দিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার।