মুম্বই: আগামীকাল মৃত্যুবার্ষিকী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত বছর ৭ জুলাই তিনি প্রয়াত হন। দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীর (Dilip Kumar Death Anniversary) একদিন আগে মর্মস্পর্শী বার্তা দিলেন সায়রা বানু (Saira Banu)।


সায়রা বানুর চোখে জল আনা বার্তা-


সম্প্রতি এক সংবাদমাধ্যমে দিলীপ কুমারের সম্পর্কে নানা চোখে জল আনা কথা বলেন সায়রা বানু। তিনি বলেন, 'আমি আমার মুখটা ঘুরিয়ে বালিশে গুঁজে ঘুমিয়ে পড়ি। কারণ, আমি যখনই মুখ তুলে চোখ খুলি, তাহলেই দেখতে পাই, যেন মানুষটা (দিলীপ কুমার) আমার পাশে শুয়ে রয়েছেন। ঘরে যখনই সূর্যের আলো পড়ে, তার রশ্মিতে ওঁর গোলাপি গালে জেল্লা ছড়ায়। আমি বাস্তবটা জানি। এটাও জানি যে, এই সত্যিটার মধ্যে দিয়ে একদিন না একদিন আমাদের সবাইকেই যেতে হবে। যখন কেউ তাঁর জীবনের সবথেকে বিশেষ মানুষটাকে হারিয়ে ফেলে, তখন একমাত্র সেই জানে যে, সে কি হারিয়েছে। ঈশ্বরের শক্তির কাছে আমরা সকলেই অক্ষম। যন্ত্রণাদায়ক এই বাস্তবটা মেনে নেওয়া সেই মানুষটার কাছে কতটা কঠিন, তা একমাত্র সেই জানে।'


আরও পড়ুন - Koffee With Karan: এই বিশেষ কারণে কর্ণ জোহরের শোয়ে যেতে চান না রণবীর


মাত্র ১২ বছর বয়সে দিলীপ কুমারের প্রেমে পড়েন সায়রা বানু। সাক্ষাৎকারে জানালেন যে, তিনি নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন যে, তিনি দিলীপ কুমারের সঙ্গে ৫৬টা বছর কাটিয়েছেন। তিনি তাঁর বার্তায় আরও জানাচ্ছেন যে, দিলীপ কুমারের স্ত্রী, বন্ধু, অনুরাগী এমনকি মা হওয়ার জন্যও নিজেকে সৌভাগ্যবান মনে করেন।


১৯৬৬ সালে দিলীপ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়রা বানু। বিয়ের সময়ে দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। আর সায়রা বানু ছিলেন ২২ বছরের। তিনি আরও বলছেন, 'এমন একটাও মুহূর্ত নেই যে, তিনি (দিলীপ কুমার) আমার চোখের সঙ্গে থাকেন না। বাস্তবটা জেনেও বলছি, তিনি সবসময়ই আমার চোখের সামনে থাকেন। যদি কেউ কখনও টিভি চালায়, আর টিভিতে যদি ওঁর সিনেমা চলে কিংবা গানও দেখায়, তাহলে আমার সমস্ত কর্মী দেখতে থাকেন। আমি এড়িয়ে যাই। কারণ, আমি আমার আবেগটা ধরে রাখতে পারব না। ওঁর কোনও ছবি দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারি না।'