মুম্বই: দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মাঝে কিছুটা সুস্থ হয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। না ফেরার দেশে পাড়ি দিলেন রাজু (Raju Srivastava Passes Away)। তারকা কমেডিয়ানের প্রয়াণে ভারাক্রান্ত মন অনুরাগীদের। সোশ্যাল মিডিয়া জুড়ে মন খারাপের পোস্ট করছেন তাঁরা। নেট দুনিয়ায় রাজু শ্রীবাস্তবের পুরনো নানা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে একটি ভিডিওর ভিউ নজর কাড়ছে। যেখানে লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সামনেই তাঁর মিমিক্রি করছেন রাজু। আর হাসিতে ফেটে পড়ছেন রাজনীতিবিদ।


লালু প্রসাদ যাদবের সামনেই তাঁর মিমিক্রি করে হাসিয়েছিলেন রাজু শ্রীবাস্তব-


এদিন নেট দুনিয়ায় রাজু শ্রীবাস্তবের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে কমেডি করছেন রাজু শ্রীবাস্তব। আর সেখানেই অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন লালু প্রসাদ যাদব। তাঁর সামনেই তাঁকে মিমিক্রি করছেন রাজু। আর হাসিতে ফেটে পড়ছেন রাজনীতিবিদ। রাজু শ্রীবাস্তবের কমেডিতে নেটিজেনরা যেন কমেডির মধ্যেও আক শোকাহত। কমেন্ট বক্সে তেমনই সমস্ত মন্তব্য করেছেন নেট নাগরিকরা। তারকা কমেডিয়ানের কৌতুক অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা আজ যেন হাসতেও পারছেন না।


আরও পড়ুন - Doctor G Trailer: স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় আয়ুষ্মান খুরানা, প্রকাশ্যে 'ডক্টর জি' ট্রেলার


প্রসঙ্গত, গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশনে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 


১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। তাঁর বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। তাঁকে বলাই কাকা নামে চিনতেন সাধারণ মানুষ। ছোটবেলা থেকেই রাজুর মধ্যে ছিল শিল্পীসত্তা। মানুষের চালচলন দুর্দান্ত নকল করতে পারতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে, কমেডিয়ান হতে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন রাজু। ২০১৪ লোকসভার ভোটে কানপুর থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন রাজু। সেই বছরই দল বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রাজু।