মুম্বই:  'রাজু একজন যোদ্ধা। ও লড়াই করছে। ও লড়াই করছে আমাদের মধ্যে ফিরে আসার জন্য। ও ঠিক ফিরে আসবে....' কথাগুলো যিনি বললেন, সমান লড়াই করছেন তিনিও। তবে শরীর নয়, মনের সঙ্গে। তিনি শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)-এর স্ত্রী। 


আজ সংবাদসংস্থা পিটিআইকে শিখা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন রাজু। তাঁর চিকিৎসা চলছে ভালোভাবেই। চিকিৎসকেরা সবরকম চেষ্টা করছেন তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে শিখা আর্জি করেন, ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর কথায়, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।'


আরও পড়ুন: Debina Pregnancy: ৪ মাসের মধ্যে দ্বিতীয়বার অন্তঃসত্তা হওয়া নিয়ে কটাক্ষ, 'গর্ভপাত করাতাম?' বিস্ফোরক দেবিনা


প্রসঙ্গত, আজ সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয় কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)-এর একটি ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তায় সুনীলকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।'


তবে এই বার্তা সোশ্যাল মিডিয়ায় সুনীল পালের কোনও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়নি। এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ। 


গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের।


কয়েকদিন আগেই রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়,  'সমস্ত ভুয়ো খবর বন্ধ করার চেষ্টা করছি আমরা। বহু মানুষ এমন অনেক মেসেজ করছেন আমাদের, যা সহ্য করা কঠিন হয়ে পড়ছে আমাদের পক্ষে। আমরা ইনস্টাগ্রামেও এই সংক্রান্ত পোস্ট করেছি।'