২০১৮ সালে আসছে ‘কৃষ-৪’! ঘোষণা রাকেশ রোশনের
Web Desk, ABP Ananda | 15 Sep 2016 03:09 PM (IST)
মুম্বই: হৃত্বিক রোশন ভক্তদের জন্য সুখবর। ফের পর্দায় দেখা যাবে ‘কৃষ’-কে। অন্তত তেমনই আশার কথা শোনালেন চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন। মুম্বইতে সবে শেষ হয়েছে গণপতি উৎসব। সেখানে কৃষ-রূপী গণেশকে দেখেই না কি ফের কৃষের নতুন ছবি তৈরি করাটা মনস্থির করেন রাকেশ। এমনই জানিয়েছেন তিনি। রাকেশ রোশন বলেন, যখন আমার স্ত্রী কৃষ-রূপী বাপ্পার (গণপতি) ছবি দেওয়া ট্যুইট দেখাল, আমি নিশ্চিত হলাম যে কৃষই হল আমাদের সত্যিকারের সুপারহিরো। আমি সঙ্গে সঙ্গে কৃষের চতুর্থ ছবি তৈরি করার মনস্থির করি। রাকেশ যোগ করেন, গণেশ সাধারণত শুভ সূচনার সঙ্গে জড়িত। আমার মনে হয়, এর চেয়ে শুভ কিছুই হতে পারে না। রাকেশ জানান, কৃষ তৈরি করার জন্য প্রয়োজনীয় প্লট তাঁর মাথায় রয়েছে। এবার তাকে গল্পের রূপ দিতে হবে। তাঁর আশা, ছবির শ্যুটিং আগামী বছর শুরু হবে এবং তা মুক্তি পাবে ২০১৮ সালের ক্রিশমাসের সময়ে। এরপরই, হৃত্বিক রোশন ট্যুইটারে সেই কৃষ-রূপী গণেশের ছবি পোস্ট করে লেখেন, কৃষ-৪ এর ওপর গণপতির আশীর্বাদ। আশা করি সকলেই এই উৎসব উদযাপন করছেন। সকলকে ভালবাসা।