জেনেভা: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে বালুচিস্তান প্রসঙ্গ উত্থাপন করল ভারত। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে সরব হয়েছে ভারত। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের ৩৩ তম অধিবেশনে ভারত পাকিস্তানকে তীব্র আক্রমণ শানিয়েছে। ভারত বলেছে, কাশ্মীরে চলতি অশান্তির কারণ পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ। নিজেদের আঞ্চলিক উচ্চাকাঙ্খা চরিতার্থ করতে পাকিস্তান জঙ্গিদের ব্যবহার করছে বলেও ভারতের অভিযোগ।
উল্লেখ্য, পরিষদে এর আগে কাশ্মীরে অস্থিরতার প্রসঙ্গ উত্থাপন করেছিল। এর জবাব দিতে গিয়ে ভারত এই প্রথম রাষ্ট্রপুঞ্জে বালুচিস্তান প্রসঙ্গ তুলল। জেনেভায় রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অজিত কুমার বলেছেন, পাকিস্তান ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। কিন্তু শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, বহুত্ববাদী সমাজ হিসেবে বিশ্বে ভারতের পরিচয়। দেশের মানুষের কল্যাণের জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এর উল্টোদিকে কর্তৃত্ববাদ, গণতান্ত্রিকতার অভাব এবং বালুচিস্তান সহ সারা দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পাকিস্তানের বৈশিষ্ট্য। পাশাপাশি পাকিস্তানের প্রশাসন এতই ক্ষয়িষ্ণু যে ওই দেশ বিশ্বে সন্ত্রাস রফতানির কেন্দ্র হয়ে উঠেছে।
ভারত আরও বলেছে, বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
রাষ্ট্রপঞ্জের মানবাধিকার পরিষদে ভারত বলেছে, কাশ্মীরে অশান্তির মূল কারণ পাক মদতপুষ্ট সীমান্ত পারের সন্ত্রাসবাদ। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গিদের ১৯৮৯ থেকে সক্রিয় সমর্থন দিচ্ছে পাকিস্তান। যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গিরা পাকিস্তানের মাটি থেকে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাদেরও মদত দিচ্ছে ইসলামাবাদ।
একইসঙ্গে ভারত বলেছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
রাষ্ট্রপুঞ্জে বালুচিস্তানে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব ভারত
ABP Ananda, web desk
Updated at:
15 Sep 2016 01:18 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -