কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) আর সলমন খান (Salman Khan) অভিনীত কর্ণ অর্জুন (Karan Arjun) বলিউডের সেরা সিনেমাগুলির তালিকায় যে থাকবে, তা নিঃসন্দেহে বলা যায়। আর এবার, ফের বড়পর্দায় ফিরছে শাহরুখ, সলমন অভিনীত সেই কিংবদন্তি ছবি। এই ছবিতে শাহরুখ ও সলমন ছাড়াও ছিলেন রাখী (Rakhee), কাজল (Kajol), মমতা কুলকর্নি (Mamta Kulkarni)। রাকেশ রোশনের পরিচালিত এই ছবিটি সেই সময়ে সাড়া ফেলে দিয়েছিল। আর চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি।
বলিউড অনুরাগীরা অথচ 'কর্ণ অর্জুন' ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দীপাবলির সপ্তাহে এই খবর যেন এই ছবির অনুরাগীদের কাছে দীপাবলিউ উপহারের মতোই। বর্তমানে বলিউড থেকে টলিউড, পুরনো ছবি নতুনভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার হিড়িক দেখা গিয়েছে। হল মালিকেরা বলছেন, এতে আয়ও মন্দ হচ্ছে না। অনেকেই আবার বলছেন, কিছু ছবি প্রথমবারে মুক্তির পরে যেমন ব্যবসা করেছিল, তার থেকে বেশি ব্যবসা করেছে দ্বিতীয়বার মুক্তির পরে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়ে সলমন খান লিখেছেন, 'রাখীজি সত্যি কথাই বলেছিলেন, 'আমার কর্ণ-অর্জুন আসবে। কর্ণ অর্জুন সত্যিই আসছে। ২২ নভেম্বর থেকে, গোটা দুনিয়ার সিনেমাহলে।'
এই ছবির ট্রেলার শেয়ার করে হৃতিক রোশন লিখেছেন, 'সিনেমা কখনোই আগের মতো হয় না, আগের মতো থাকে না। যখন কর্ণ অর্জুন পর্দায় প্রথমবার আসে সেটা ছিল একটা সময়। আর ফের একবার পর্দায় ফিরছে কর্ণ অর্জুন। নতুনভাবে। ২২ নভেম্বর। গোটা পৃথিবীর সিনেমাহলে।'
প্রসঙ্গত, হল মালিকদের আশা, এই ধরণের জনপ্রিয় ছবি ফের হলে মুক্তি পেলে তা দেখতে মানুষ আবার প্রেক্ষাগৃহে আসবেন। এর আগেও একাধিক হিন্দি আর বাংলা ছবি দ্বিতীয়বারের জন্য হলে মুক্তি পেয়েছিল। তাদের মধ্যে অনেকগুলিই বেশ ভাল ব্যবসা করেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।