মুম্বই: রাখি সবন্ত (Rakhi Sawant)-এর বৈবাহিক জীবন, সম্পর্ক নিয়ে বরাবর চর্চায় থেকেছেন তিনি। সম্প্রতি, আদিল দুর্রানি (Adil Durrani)-র সঙ্গে সম্পর্ক, বিবাহ ও তারপরে বিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। তার জেরে হাজতবাসও হয়েছে আদিলের। তবে গত মাসে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। আর এবার, সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করলেন, তাঁকে ফাঁসিয়েছে রাখি সবন্ত। 


রাখির সঙ্গে স্বামী আদিল দুর্রানির (Adil Durrani)-র সম্পর্ক নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। সংবাদমাধ্যমের নজর এড়িয়েই ২০২২ সালের শেষের দিকে রাখি বিয়ে করেন আদিলকে। তবে তাঁদের প্রেমের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় বেশ ফলাও করেই বলতেন তাঁরা। এমনকি বিশেষ দিনগুলোতেও একসঙ্গে দেখা যেত এই যুগলকে। তবে তাঁদের বিয়ের খবরকে সযত্নে লুকিয়েই রেখেছিলেন তাঁরা।


এরপর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সম্পর্কের আইনি পরিণতির কথা ঘোষণা করেন রাখি। জানান তিনি বিবাহিত। এমনকি নিজের ধর্মও পরিবর্তন করে ফেলেন রাখি। তবে সেইসময় চুপ ছিলেন আদিল। স্বীকার করতে চাননি বিয়ের কথা। কিছুটা সময় যাওয়ার পরে অবশ্য আদিল নিয়েই সোশ্যাল মিডিয়ায় জানান, সত্যি সত্যিই রাখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। 


তবে এই ঘটনার কিছুদিন পরেই সামনে আসে রাখি ও আদিলের সম্পর্কে ভাঙনের কথা। আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক অভিযোগ আনেন রাখি। সেই ভিত্তিতে তাঁকে গ্রেফতারও কথা হয়। এরপরে জেল থেকে ছাড়া পেয়েই একটি সাংবাদিক সম্মেলন করেন আদিল। তাঁর দাবি, রাখি পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে তাঁকে। তাঁর কাছে যাবতীয় প্রমাণ রয়েছে ও প্রয়োজনমতো তিনি সমস্ত সামনে আনবেন। নিজেরে নির্দোষ প্রমাণিত করবেন। 


প্রসঙ্গত, আদিল বার বার বলে এসেছেন, তিনি নির্দোষ। এদিন সংবাদিক সম্মেলনে আদিল বলেন, তিনি রাখির মতো একঘেয়ে কেবল নিজের কথা বলে যেতে পারেননি, তাই সবাই তাঁকেই দোষী ভাবছে। নিজের হয়ে এখনও ফাঁকা সাফা গাইতে চান না আদিল। তিনি যাবতীয় প্রমাণ আদালতে পেশ করবেন ও নিজের নির্দোষ প্রমাণিত করবেন। রাখিকে শায়েস্তা করবেন বলেই জানিয়ে রেখেছেন আদিল এবং তখন তিনি সাংবাদিক সম্মেলন করেই সব প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা আদিলের পদক্ষেপ জানার জন্য। 


আরও পড়ুন: Top Entertainment News: পিতৃহারা পঙ্কজ ত্রিপাঠী, 'চন্দ্রযান' নিয়ে 'বাঁকা' পোস্ট, কটাক্ষের শিকার প্রকাশ রাজ, বিনোদনের সারাদিন