নয়াদিল্লি: আপাতত হাসপাতালে সেরে উঠছেন রাখী সবন্ত (Rakhi Sawant)। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। জরায়ুতে থাকা বড় টিউমার (tumour) অপসারণ করা হয়েছে তাঁর। রাখীর স্বাস্থ্যের খবর সামনে আনছেন তাঁর প্রাক্তন স্বামী রীতেশ সিংহ (Ritesh Singh)। সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমকে তিনিই সমস্ত খবর দিচ্ছেন। তবে এই সমস্ত কিছুর মধ্যেই নাকি খুনের হুমকি (death threats) পাচ্ছেন রাখী। সেই কথাও জানালেন রীতেশ।


প্রাণনাশের হুমকি পাচ্ছেন রাখী সবন্ত, নিশ্চিত করলেন রীতেশ সিংহ


সম্প্রতি ইটাইমস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখী সবন্তের আইনজীবী ফাল্গুনী ব্রহ্মভট্ট জানান যে তাঁর মক্কেল বেশ কিছুদিন ধরেই হাসপাতালে থাকাকালীনই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি বলেন, 'আমাকে আমার মক্কেল রাখী সবন্ত জানিয়েছেন যে তিনি জীবনের ঝুঁকি অনুভব করছেন এবং বিগত কিছুদিন ধরেই তিনি হুমকি ফোন পাচ্ছেন এবং খারাপ পরিণতির হুমকি পাচ্ছেন।'


রাখীর আইনজীবী আরও জানান যে তাঁকে এই ধরনের হুমকির কথা জানিয়ে এফআইআর করারও পরামর্শ দেওয়া হয়েছে। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থার কারণে এখনই সেসব কিছু করতে পারেননি তিনি কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পুলিশে অভিযোগ জানানোর কথা ভেবেছেন তিনি। 


এই প্রসঙ্গে মুম্বইয়ের পাপারাৎজিদের সঙ্গে কথা বলতে গিয়ে রীতেশ সিংহও নিশ্চিত করেন যে কিছু মানুষ রাখীকে হুমকি দিচ্ছে। তাঁর দাবি, যারা হুমকি দিচ্ছে তাদের রীতেশ চেনেন, কিন্তু কোনও নাম নেওয়া থেকে বিরত রাখেন নিজেকে। সঠিক প্রমাণ পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। 


 






আরও পড়ুন: 'Bigg Boss OTT': আগামী সিজন 'ঝক্কাস' করতে সলমনকে সরিয়ে 'বিগ বস ওটিটি'র সঞ্চালক এবার অনিল কপূর?


গত শনিবার, ১৮ মে অস্ত্রোপচার হয় রাখীর। সংবাদমাধ্যম টাইমস নাও/টেলি টক ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রীতেশ জানান যে রাখীর অস্ত্রোপচার শেষ হয়েছে। চিকিৎসকেরা সাফল্যের সঙ্গে ওই টিউমারটি বের করতে সক্ষম হয়েছেন। রীতেশ বলেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। এখনও জ্ঞান ফেরেনি রাখীর। তন্দ্রাচ্ছন্ন রয়েছে এখনও। রাখীর জরায়ু থেকে ওই টিউমারটি চিকিৎসকেরা বের করেছেন। বেশ বড় টিউমার ছিল। আমাকে ডাক্তার টিউমারটি দেখিয়েছেন এবং প্রায় হাতের তালুর সমান মাপের। প্রথমবার আমি দেখে চমকে গেছিলাম।' তিনি এও জানান যে ৩ ঘণ্টা ধরে তাঁর অস্ত্রোপচার চলে। টিউমারটি ক্যান্সার পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।