ধর্মশালা: ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG Dharamshala Test) পঞ্চম টেস্ট ম্যাচে হইচই ফেলে দিলেন শুভমন গিল (Shubman Gill)। ব্যাট হাতে নয়, ফিল্ডিংয়ে। বেন ডাকেটের ক্যাচ ধরলেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। যা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। আর সেই ক্যাচের প্রশংসা করতে গিয়ে সুনীল গাওস্কর (Sunil Gavaskar) উসকে দিলেন রোহিত শর্মার (Rohit Sharma) ক্ষত। 


শুভমন গিলের ক্যাচের সঙ্গে বিশ্বকাপের ফাইনালে ট্রাভিস হেডের (Travis Head) ধরা রোহিত শর্মার ক্যাচের তুলনা টানলেন গাওস্কর। যিনি ধর্মশালায় ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে কর্মরত। আমদাবাদে বিশ্বকাপের ফাইনালে হেডের ক্যাচ আঁধার নামিয়েছিল ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার গিলের নেওয়া ক্যাচের বর্ণনা দিতে গিয়ে গাওস্কর বলেন, 'এই ক্যাচটা দেখে বিশ্বকাপের ফাইনালে ট্রাভিস হেডের ক্যাচটির কথা মনে পড়ে গেল।' বিশ্বকাপের ফাইনালে রোহিতের ক্যাচ হেড অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ধরার পরই ম্যাচের রঙ পাল্টে যায়। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল সেই ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।



বৃহস্পতিবার ইংল্যান্ড ইনিংসের ১৮তম ওভারে কুলদীপ যাদবের বল লং অনের ওপর দিয়ে গ্যালারিতে পাঠাতে যান ডাকেট। কিন্তু বল ব্যাটের কানায় লেগে এক্সট্রা কভারের দিকে চলে যায়। শুভমন গিল দাঁড়িয়েছিলেন ত্রিশ গজের বৃত্তে। তিনি পিছনের দিকে দৌড় শুরু করেন। যেন জীবন বাজি রেখে দৌড়তে থাকেন গিল। বলের গতি অনুমান করে তা তালুবন্দি করতে শূন্যে শরীর ভাসিয়ে দেন গিল। প্রায় ২০ গজ পিছনের দিকে দৌড়ে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন গিল। সেই ক্যাচই ইংল্যান্ডের ৬৪ রানের ওপেনিং জুটি ভেঙে দেয়। ৫৮ বলে ২৭ রান করে আউট হন ডাকেট।            


 




গিলের ফিল্ডিং দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক ও এক সময় জাতীয় দলকে কোচিং করানো রবি শাস্ত্রীও। তিনি বলেন, 'অসাধারণ ক্যাচ। ২০-২৫ গজ দৌড়তে হয়েছে ওকে। এবং তারপর দু'হাতে বল তালুবন্দি করেছে। ভারত প্রত্যাশিত উইকেটটি পেয়েছে।' 


আরও পড়ুন: দ্বিগুণ দাম দিয়ে টিকিট কিনতে হবে সবুজ-মেরুন ভক্তদের! ডার্বি বয়কটের ডাক মোহনবাগানের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে