মুম্বই: নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার মাত্র কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হলেন রাখী সবন্ত (Rakhi Sawant)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন আর এক অভিনেত্রী শার্লিন চোপড়া (Sherlyn Chopra)। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল রাখীকে। এমনটাই দাবি শার্লিনের। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেকথা নিজেই জানালেন। 


গ্রেফতার রাখী সবন্ত!


সম্প্রতি বলিউড অভিনেত্রী ও মডেল শার্লিন চোপড়া তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দুটি পোস্ট করেছেন। একটিতে তিনি লিখেছেন, 'ব্রেকিং নিউজ! গতকাল অম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখী সবন্তকে। রাখীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে।' পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাখী সবন্তের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে শার্লিনের অভিযোগ, সাজিদ খানকে সমর্থন করে মন্তব্য করার সময়ে শার্লিনের নামে কুকথা বলেন রাখী। এছাড়াও শার্লিনের আপত্তিকর ভিডিও এক সাংবাদিক সম্মালনে দেখিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাখী। এরপরই রাখীর নামে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও এখনও পর্যন্ত রাখী সবন্তের গ্রেফতারির খবর অফিশিয়ালি জানা যায়নি।



আরও পড়ুন - Pathaan Ticket Booking: বৃহস্পতিবার পর্যন্ত কত টিকিট অগ্রিম বুকিং হল 'পাঠান'-এর


প্রসঙ্গত, বলিউড ছবি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন  বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী।  'বিগ বস ১৬'র প্রতিযোগী হয়ে আসার পর থেকে সাজিক খানকে নিয়ে বিতর্ক দেখা দেয়। সে সময়ই সাজিদ খানের পাশে দাঁড়ান রাখী। তিনি জানান, সাজিদের নামে ওঠা অভিযোগগুলি এখনও প্রমাণিত হয়নি। তদন্ত চলছে। পাশাপাশি, 'হাউজফুল' পরিচালক দীর্ঘদিন কাজও পাননি। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সাজিদকে নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা তিনি সমর্থন করেন না। তার সঙ্গে শার্লিন চোপড়াসহ আরও বেশ কয়েকজন অভিনেত্রী 'ব্যক্তিগত জীবন' নিয়েও মন্তব্য করেন রাখী।